বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। প্রখর রোদ আর সাদা পেঁজা তুলোর মতো মেঘ, নীল আকাশে যেন আষাঢ়ে অকাল শরৎ।
আজ উল্টোরথ। সারাদিন উৎসবের মেজাজ থাকবে কলকাতা সহ একাধিক জেলায়। কেমন থাকবে আজ সারাদিনের আবহাওয়া? বৃষ্টি হবে কি?
আষাঢ়ের প্রায় শেষ লগ্নেও ভারী বৃষ্টির দেখা মেলেনি দক্ষিণবঙ্গে। কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ সারাদিন ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। শুধু আজই নয়, আপাতত ভারী বৃষ্টির কোনও পরিস্থিতি নেই। ঘূর্ণাবর্ত বা মৌসুমী অক্ষরেখা রাজ্য থেকে অনেকটা দূরে। তাই ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা আপাতত একটু দূরে।
তবে আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানা যাচ্ছে কলকাতা মৌসম ভবন সূত্রে।
উত্তরবঙ্গেও হালকা থেকেই মাঝারি বৃষ্টি হতে পারে।
আজ কলকাতায় তাপমাত্রা ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬২%।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্ত রয়েছে, কিন্তু তা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। সংলগ্ন উত্তর-মধ্য বঙ্গোপসাগর, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে।
এরপর মৌসুমী অক্ষরেখা, তা আছে অনেকটা দক্ষিণে। যে কারণে তা জবলপুর, পেন্দ্রা, কালিঙ্গপট্টনম চলে যাচ্ছে। এ কারণে ভারী বর্ষার কোনও সম্ভাবনা নেই।