Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Weather : সিকিমে বছরের প্রথম তুষারপাতের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে শীত কবে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Nov 2022,
  • Updated 4:26 PM IST
  • 1/8

পর্যটকদের জন্য সুখবর। সিকিমে হতে পারে তুষারপাত। পূর্বাভাস আবহাওয়া দফতরের। ফলে শীত পড়তে পারে বলে মনে করা হচ্ছে। 

  • 2/8

আবহাওয়া দফতরের পূর্বাভাস, মরশুমের প্রথম তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। সামান্য হলেও তুষারপাত হতে পারে সিকিম সহ আশপাশের পার্বত্য এলাকায়।

  • 3/8

এর কারণ দুটি পশ্চিমী ঝঞ্ঝা। তার প্রভাবেই হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে। আবার এর প্রভাবে হাল্কা বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস জারি করা হয়েছে। 

  • 4/8

আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ৫ দিন কলকাতা ও তার আশপাশের এলাকাতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং  সর্বনিম্ন তাপমাত্রা ২২ বা ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। 

  • 5/8

কলকাতায় সকাল সন্ধ্যায় মনোরম পরিবেশ থাকবে। সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়লে রোদ হবে ও তাপমাত্রা বাড়বে। 

  • 6/8

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। আর তাপমাত্রার হেরফেরও সেভাবে হবে না। 

  • 7/8

তবে আবহাওয়াবিদরা মনে করছেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আবহাওয়ার বদল হতে পারে। তাপমাত্রা আরও কমতে পারে। ফলে সেই সময় থেকে শীতের আমেজ ভালোভাবে পাওয়া যাবে। 

  • 8/8

যদিও উত্তরবঙ্গে সামান্য বৃষ্টির পূর্বাভাস থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজ থাকবে সকাল ও সন্ধ্যায়। 

Advertisement
Advertisement