Advertisement

পশ্চিমবঙ্গ

Winter in Kolkata: মকর সংক্রান্তি মিটলেই আবার কনকনে শীত, পূর্বাভাস হাওয়া অফিসের

Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jan 2023,
  • Updated 12:35 PM IST
  • 1/9

পৌষ সংক্রান্তি এগিয়ে আসতেই আবহাওয়ার ফের বড় বদলের পূর্বাভাস মিলছে। আবহাওয়া দফতরের তরফে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা বৃদ্ধির কথা বলা হচ্ছিল। তবে বৃহস্পতিবার ফের নামল শহর কলকাতার পারদ। 

  • 2/9

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ .৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বুধবার শহরের  তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস।
 

  • 3/9

আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী  ২৪ ঘন্টায় কলকাতায় সকালের দিকে দিকে কুয়াশা থাকলেও আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
 

  • 4/9

এদিন সকালে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তেই ন্যূনতম তাপমাত্রা বুধবারের তুলনায় এক ডিগ্রির বেশি কমেছে। আপাতত সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।  তাই মকর সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা তেমন নেই।
 

  • 5/9

তবে হাওয়া অফিস পূর্বাভাস দিচ্ছে,  আগামী সপ্তাহে রাজ্যে ফের অবাধে ঢুকতে শুরু করবে উত্তুরে হাওয়া। তার জেরেই বাংলা জুড়ে ফের ঝোড়ো ইনিংস খেলবে শীত। জেলায় জেলায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। 
 

  • 6/9

আবহাওয়া দফতর বলছে চলতি সপ্তাহে  উত্তরবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া চলতি সপ্তাহে শুকনো থাকবে। ওপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কুয়াশার আধিক্য থাকতে পারে। 

  • 7/9

সংক্রান্তির সময়  উত্তরবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর পরের দুদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

  • 8/9

উত্তরবঙ্গের মত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেও আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ে জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে তারপরের ২ দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। 

  • 9/9

আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement