১৫ জানুয়ারি,রবিবার, মকর সংক্রান্তিতে সকাল থেকেই সাগরে মকরস্নানে নেমেছিলেনন পূর্ণার্থীরা। যদিও এবারের সংক্রান্তিতে উধাও ছিল অন্যান্যবারের মতো চেনা শীত। আবহাওয়াবিদদের মতে, ২০১০ সালের পর এবছর এমন ‘উষ্ণ’ মকরস্নান হয়েছে। ৫৪ বছরের রেকর্ড ভেঙে উষ্ণতম মকর সংক্রান্তি পেল বাংলা।
১৪ এবং ১৫ জানুয়ারি রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল। প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল শহর কলকাতার তাপমাত্রা। যা কার্যত নজিরবিহীন। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। শনিবার এই তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস।
গতকালের তুলনায় আজ সামান্য কমেছে তাপমাত্রা। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। আজ দিনের বেলায় আবহাওয়ায় ধোঁয়াশা থাকবে।আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতায় সকালের দিকে কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আগামী পাঁচদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
মকর সংক্রান্তির পর রাজ্যের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, আবার কনকনে ঠান্ডার কবলে পড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আজ থেকে পারদ নামতে শুরু করবে।
হাওয়া অফিস বলছে, আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে প্রধানত পরিষ্কার ও শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে কুয়াশা থাকবে, কোথাও কোথাও ঘন কুয়াশা সম্ভাবনা থাকছে।
নতুন সপ্তাহে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে রাজ্যে। ১৭ জানুয়ারি মঙ্গলবার রাতে কিংবা ১৮ জানুয়ারি বুধবার সকালের দিকে উপকূলের কাছাকাছি থাকা জেলা, যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হাল্কা বৃষ্টি হতে পারে। গঙ্গাসাগরেও এই সময় খে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে সকালের দিকে কুয়াশা থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ থেকে ২ ডিগ্রি বেশিই থাকবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৫ দিন শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন সকলের দিকে কুয়াশা থাকবে। জলপাইগুড়ি ও কোচবিহারের মতো জেলায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না। এখন যেরকম চলছে তেমনই চলতে থাকবে। তবে দার্জিলিং,কালিম্পং-এর পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় রয়েছে ৷ সেখান থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে ৷ ফলে কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে ৷ হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়াতেই বর্তমান আবহাওয়ার পরিস্থিতি। সেই কারণে স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশি রয়েছে।