Advertisement

পশ্চিমবঙ্গ

Latest Update on Winter: আজ থেকে বৃষ্টি রাজ্যে, সপ্তাহান্তেই শহরে চেনা মেজাজে ফিরছে শীত

Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Jan 2023,
  • Updated 6:56 AM IST
  • 1/10


জাঁকিয়ে ঠান্ডার আমেজ  উধাও হয়েছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শীঘ্রই রাজ্যে আবার তাপমাত্রার পারদ নামতে শুরু করবে।

  • 2/10

গত কয়েক দিনে  আচমকাই উধাও হয়ে গিয়েছে শীত। আবহবিদরা জানিয়েছিলেন, পশ্চিমি ঝঞ্ঝার কারণে দুর্বল উত্তুরে হাওয়া শীতের এই সাময়িক ছুটির জন্য দায়ী। 
 

  • 3/10

তবে হাওয়া অফিসের পূর্বাভাস সপ্তাহান্তে রবিবার রাত থেকেই তাপমাত্রা আবার কমতে শুরু করবে। বঙ্গে চেনা মেজাজে ফিরবে শীতকাল।

  • 4/10

হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া  থাকবে। কোথাও কোথাও হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে। 
 

  • 5/10

১৭ তারিখ রাত্রিবেলা অর্থাৎ আজ ও ১৮ তারিখ মানে কাল সকালের দিকে উপকূলবর্তী  পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।  বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে সেই কারণে এই বৃষ্টিপাত হতে পারে। 
 

  • 6/10

গত কয়েকদিনে তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে পৌষের শেষে দিনের তাপমাত্রায় ভালই বদল এসেছিল। মাঘের শুরুতে আবহাওয়ায় খুব একটা বদলের সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার কোনো পরিবর্তন নেই।
 

  • 7/10


 উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী পাঁচ দিন শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। থাকবে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং এর পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 
 

  • 8/10

উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে হিমালয় সংলগ্ন ৫ জেলায় কুয়াশার দাপট থাকতে পারে আগামী দিন তিনেক। তবে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

  • 9/10

শীত তেমন না থাকলেও কুয়াশায় ঘাটতি নেই। মঙ্গলবার সকালেও ঘন কুয়াশায় ঢেকেছে কলকাতা শহরের নানা প্রান্ত। বেলা বাড়লে অবশ্য সেই কুয়াশা উধাও হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
 

  • 10/10

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। শনিবারও শহরের তাপমাত্রা ১৯ ডিগ্রি ছিল। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। অর্থাৎ গতকাল এক ধাক্কায় তাপমাত্রা নেমেছিল ৩ ডিগ্রি। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

 

 

 
 

 

 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement