Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Winter Weather Update: ফের নামল কলকাতার তাপমাত্রা, সপ্তাহান্তে কতটা ঘুরে দাঁড়াচ্ছে শীত?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Feb 2023,
  • Updated 7:21 AM IST
  • 1/8

এবছর শীতের কামড় সেভাবে উপভোগ করতে পারেনি রাজ্যবাসী। এই মাঘ মাসেও অনেকের ঘরে চালাতে হয়েছে ফ্যান। তবে আশার আলো শুনিয়েছিল আবহাওয়া দফতর। 

  • 2/8

আজ থেকে ফের একবার উঁকি দিতে চলেছে শীত । ফলে সপ্তাহান্তে শীতের আমেজ উপভোগ করতে চলেছে রাজ্যেবাসী।
 

  • 3/8

বৃহস্পতিবার থেকেই পশ্চিমবঙ্গে  ঘুরে দাঁড়াচ্ছে শীত। বৃহস্পতি, শুক্র, শনি, রবি এবং সোম এই ৫ দিনে ৫ ডিগ্রি পর্যন্ত পারদ পতনের পূর্বাভাস রয়েছে। 

  • 4/8

কলকাতায় আবারও ১৫ ডিগ্রির কাছাকাছি এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১২ ডিগ্রির কাছাকাছি পারদ নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
 

  • 5/8

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি বেশি। সোমবার এই তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবার তাপমাত্রা বেড়ে হয়   ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃহস্পতিবার হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে  শহরের সর্বনিম্ন তাপমাত্রা আবার কমেছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি।

 

 

 
 

 

 

  • 6/8

পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে যেতেই উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে  বুধবার বিকেল থেকে। তাই হাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার থেকে শীতের আরও একটি স্পেল পাচ্ছে বাংলা। ৪-৫ দিন স্থায়ী হতে পারে  শীতের এই স্পেল। যদিও জাঁকিয়ে ঠান্ডা বা কনকনে শীতের সম্ভাবনা কম। তবে শীতের আমেজ অনেকটাই ফিরবে দক্ষিণবঙ্গে। 
 

  • 7/8

হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া চলতি সপ্তাহে শুকনো থাকবে। আগামী ২ দিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। এক্ষেত্রে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একটু বেশিই কমতে চলেছে। 

  • 8/8

উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং-এর দু-একটি জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরের  জেলাগুলিতে তাপমাত্রা  চলতি সপ্তাহে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement