তরতরিয়ে নামছে পারদ। নভেম্বরের মাঝামাঝিতে ভোরের হালকা ঠান্ডায় শিরশিরানি অনুভব করছে কলকাতা সহ আশেপাশের এলাকবাসী। তবে জেলার দিকে ইতিমধ্যে বেরিয়ে গেছে সোয়েটার-কম্বল। নভেম্বরের গোড়াতেই ঠান্ডার আমেজ থেকে আশা করাই যাচ্ছে এবার জাঁকিয়ে শীত পড়তে পারে। কী বলছেন আবহাওয়াবিদরা?
হাওয়া অফিস জানায়, শুক্রবার থেকেই বাংলা জুড়ে তাপমাত্রা বেশ খানিকটা হ্রাস পাবে। কয়েক ডিগ্রি পড়বে তাপমাত্রা।
আবহাওয়া দফতর তাদের শেষ বুলেটিনে জানিয়েছে, এই মুহূর্তে কোনও মেজর সিস্টেম না থাকায় আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। ২৪ ঘণ্টা পর থেকে রাজ্যের সমস্ত জায়গাতে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমে যাবে।
ভোরের দিকে শীত শীত ভাব হলেও জাঁকিয়ে ঠান্ডা এখনই পড়ার আশা নেই, জানিয়েছে হাওয়া অফিস।
১২ নভেম্বর অর্থাৎ শনিবার থেকে তাপমাত্রা আরও কমবে, জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া মিশ্র থাকবে। কিছু জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এই সময়ে উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার হিড়িক বাড়ে। পাহাড়ে বৃষ্টি হলেই মেঘে ঢাকবে কাঞ্চনজঙ্ঘা।
উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। দার্জিলিং ও কালিম্পং জেলায় আগামী তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলি শুষ্ক থাকবে।
আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস।
আসছে শীত (ফাইল ছবি)