পুজো মিটলেও বিদায় নেয়নি দুর্যোগ। বাংলা জুড়ে চলছে বৃষ্টি। লক্ষ্মীপুজোতেও থাকবে বৃষ্টি। এমনটাই বলছে হাওয়া অফিস। তবে এরমাঝেই আশার খবর শুনিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস বলছে, দুর্যোগ কাটতেই এবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের শীতের আমেজ মিলবে।
সপ্তাহান্তে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে , জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর যে নিম্নচাপটি ছিল সেটি বর্তমানে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে বিহারের ওপর অবস্থান করছে। তার ফলে আগামী ২৪ ঘন্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।
উপকূলের কাছাকাছি যে জেলাগুলি রয়েছে বিশেষ করে দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদনীপুর ও হাওড়ায় বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকবে।
তবে শুক্রবার ২২ তারিখ থেকে পরিষ্কার আকাশ থাকবে দক্ষিণবঙ্গে। তবে উপকূল সংলগ্ন জেলাগুলি বিশেষ করে দুই চব্বিশ পরগনা, হাওড়া ,পূর্ব মেদিনিপুর ও কলকাতায় হালকা বৃষ্টিপাত হবে।
রাজ্যে আরো ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আওয়া দফতর। ২১ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে।
উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামী ২৪ ঘন্টা। এছাড়াও উত্তরের নীচের জেলা মালদা দুই দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
লক্ষ্মীপুজোর দিন ২০ তারিখ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বেশি বৃষ্টি হবে।
মৎস্যজীবীদের সমুদ্র যেতে আরও ২৪ ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।