Advertisement

পশ্চিমবঙ্গ

Temperature Today: দক্ষিণবঙ্গে আরও জাঁকিয়ে শীত? দার্জিলিঙে পড়তে পারে বরফ, রইল পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Dec 2023,
  • Updated 6:55 AM IST
  • 1/10

বাংলায় বেশ ভালই শীতের আমেজ বেশ ভালভাবেই এসে গিয়েছে। গত সপ্তাহে বৃষ্টিপাতের জেরে শীতের অনুভূতি কিছুটা কমেছিল। 

  • 2/10

তবে, আগামী ৭ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রায় তেমন উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। 

  • 3/10

কলকাতায় আগামী ৭ দিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

  • 4/10

কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

  • 5/10

পশ্চিমের জেলাগুলিতে এমনিতেই শীত বেশি পড়ে। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

  • 6/10

অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় অবশ্য ভিন্ন পূর্বাভাস রয়েছে। 

  • 7/10

আগামী ১১ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে দুই-এক জায়গায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। 

  • 8/10

ফলে উত্তরবঙ্গে বেড়াতে যাওয়া পর্যটকদের তুষারপাত দেখার সৌভাগ্য হতে পারে।

  • 9/10

আপাতত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। ফলে শীতের আমেজ বেশ ভালই অনুভূত হবে। 

  • 10/10

আগামী কয়েকদিনের জন্য এমনটাই পূর্বাভাস দিলেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement