Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast: সপ্তাহান্তে ফের মেঘলা আকাশ! একলাফে তাপমাত্রা বাড়বে ৫ ডিগ্রি পর্যন্ত

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Feb 2022,
  • Updated 7:48 AM IST
  • 1/11


 উত্তুরে হাওয়ার দাপটে  গত কয়েকদিন ধরেই গোটা রাজ্যে শীতের আমেজ।  তবে এবার ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা, আগেই সেকথা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। 
 

  • 2/11

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের আবহাওয়া  শুষ্ক থাকবে এই ক’দিন।
 

  • 3/11

তবে ১৯  তারিখ থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে। সঙ্গে আগামী সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা।
 

  • 4/11

রাতের তাপমাত্রা বর্তমানে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে অনেকটাই কম আছে। মঙ্গলবারও  কলকাতায় তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। তিলোত্তমার মত দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম আছে। 

  • 5/11

আজও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির গণ্ডিতেই থাকল। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে হয়েছে ১৪.৫  ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৪ ডিগ্রি কম। পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার দাপট একটু বেশি।

  • 6/11

যদিও আগামী পাঁচ দিনে ধীরে ধীরে এই তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত  বাড়বে। দক্ষিণের মত উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী  ৪-৫ দিনে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। 

  • 7/11

আগামী দিনগুলিতে উত্তরবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টি হতে পারে আজ। 

  • 8/11

গত কয়েকদিন ধরে কলকাতা-সহ বেশ কিছু জেলায় ভোরের দিকে ছিল কুয়াশার দাপট। তবে আপাতত আর কুয়াশার দেখা মিলবে না।  রাজ্যের সর্বত্র থাকবে পরিষ্কার আকাশ। 
 

  • 9/11

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। 

  • 10/11


বর্তমানে রাতের বেলায় শীতের অনুভূতি থাকলেও, দিনের বেলায় বেশ গরম অনুভূত হচ্ছে। যদিও আগামী কয়েকদিন ভোরের দিকে এবং রাতের সময় শীতের অনুভূতি থাকবে। তবে ধীরে ধীরে রাতের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। ভোরের পর ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, বেলা যত গড়াচ্ছে, সেই সঙ্গে শীতের অনুভতি অনেকটাই কমেছে।
 

  • 11/11

ফেব্রুয়ারি মাসে এই সময় তাপমাত্রা সাধারণত স্বাভাবিক থাকে, কিন্তু  এবার স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম রয়েছে।  উত্তর-পশ্চিম দিক থেকে আসা  শীতল হওয়ার প্রভাবের জন্যই এই শীত অনুভূত হচ্ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে আগামী ৪-৫  দিনে আবার স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে তাপমাত্রা।

Advertisement
Advertisement