Advertisement

পশ্চিমবঙ্গ

Bansberia Municipal Election 2022: আসছে ভোট, বাঁশবেড়িয়ায় দেওয়াল বাঁটুল-ছোটা ভীমদের দখলে

ভোলানাথ সাহা
  • বাঁশবেড়িয়া,
  • 16 Feb 2022,
  • Updated 5:22 PM IST
  • 1/11

Bansberia Municipal Election 2022: ভোট প্রচারে এমন মজাদার হতে পারে, কে জানত! ছোটদের জনপ্রিয় সব চরিত্র দখল করেছে দেওয়াল।

আরও পড়ুন: বিশ্বভারতীর অনুমতি না পেলে বিকল্প জায়গায় পৌষমেলা করতে চায় বোলপুর পুরসভা

  • 2/11

এবার বাটুল দি গ্রেট (Bantul the Great), তো কোথাও আবার কালিয়া, ছোটা ভীম (Chhota Bheem)-সহ অন্যান্য কার্টুন। এমনই সব চরিত্র দিয়ে রঙিন করে ফুটিয়ে তোলা হচ্ছে দেওয়াল।

  • 3/11

হুগলি জেলার প্রাচীনতম শহর বাঁশবেড়িয়া (Bansberia Municipality)। বাঁশবেড়িয়া পুরসভা (Bansberia Municipality)-র ৭ নম্বর ওয়ার্ডে গেলে দেখা যাবে বিভিন্ন জায়গায় দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের কার্টুনের চরিত্র।

 

  • 4/11

কোথাও দেওয়ালে ছোটা ভীম (Chhota Bheem), কোথাও বাটুল দি গ্রেট (Bantul the Great)। এর পাশাপাশি কোনও দেওয়ালে কচিকাচাদের উল্লাসের ছবি, কোনও দেওয়ালে কালিয়াকে আবার দেখা যাচ্ছে ভীমের সঙ্গে কাঁধ মেলাতে।

  • 5/11

ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দলের প্রার্থীকে জেতানোর আর্জি জানান। বাংলার দেওয়াল লিখনের নাম-ডাক বিস্তর। সেই ঐতিহ্যে এই কাজ নয়া সংযোজন বলা যেতে পারে। 

 

  • 6/11

ছোটা ভীম আর বাটুলের হাতে আবর্জনা পরিষ্কারের বালতি, খুদেরা পার্কে খেলার মজা নিতে ব্যস্ত, বিভিন্ন কার্টুন চিত্র দিয়ে একের পর এক দেওয়াল রঙিন করে তোলা হয়েছে। 

  • 7/11

বেশ অভিনব কায়দায় দেওয়াল চিত্রের মাধ্যমে প্রচারে নেমেছেন ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী ও প্রাক্তন উপ-পুর প্রশাসক অমিত ঘোষ। 

 

  • 8/11

তবে কোথাও লেখা নেই আমাকে ভোট দিন। কেবলমাত্র কার্টুন চরিত্রের মাধ্যমে এলাকার উন্নয়ন তুলে ধরা হয়েছে। 

  • 9/11

কোথাও প্রকৃত তীর্থ পার্ক, নির্মল ওয়ার্ড সহ অভিনব প্রচার নজরে এল।

 

  • 10/11

বাঁশবেড়িয়া পুরসভা (Bansberia Municipality)-র ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমিতবাবু বলেন, "এবার ভোটে অন্যরকম ভাবে একটু প্রচার করতে চেয়েছিলাম। তাই কার্টুনের মধ্যে দিয়ে ভোট প্রচার শুরু করেছি। এ ছাড়া সবচেয়ে বড় কথা দৃশ্য দূষণ কম হওয়ার জন্যই এরকম ভাবে প্রচার করার কথা ভেবেছি।"

  • 11/11

আর সে জন্য একটু আলাদা ভাবে সেজে উঠেছে বাঁশবেড়িয়া (Bansberia Municipality)-র দেওয়াল।

Advertisement
Advertisement