Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Weather Forecast:এই জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, আবহাওয়ার উন্নতি কবে থেকে?

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 23 Jan 2022,
  • Updated 2:32 PM IST
  • 1/10

গতকাল বেলা বাড়ার সঙ্গে তবু সামান্য সূর্যের মুখ দেখা গেছিল। আজ তাও হলনা। মেঘ, কুয়াশা, বৃষ্টি দিয়েই শুরু হল রবিবারের সকাল। ঘন কুয়াশা, মেঘাচ্ছন্ন আকাশ, কখনও ঝিরিঝিরি বৃষ্টি। 
 

  • 2/10


শুধু  শুক্রবার রাত থেকেই শীত কমে গেছিল। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। আজও তাই। মেঘ এবং বৃষ্টির প্রভাবে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকলেও সর্বনিম্ন তাপমাত্রার পারদ চড়বে। 

  • 3/10

হাওয়া অফিস বলছে রবিবার কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা  ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি।

  • 4/10

উত্তরবঙ্গে শনিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গেরও একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে গতকাল। আর আজ থেক রাজ্যে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। 

  • 5/10

হাওয়া অফিস বলছে, উত্তর-দক্ষিণ বরাবর সমুদ্রপৃষ্ঠের  ২.১  কিলোমিটার উচ্চতায় বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যার প্রভাবে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিকে  আগামী তিন দিন বৃষ্টিপাত হবে। 
 

  • 6/10

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দার্জিলিং-এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং দক্ষিণ পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ  পরগনা, নদিয়া, বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি  হবার সম্ভাবনা ।দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টি চলবে। 

  • 7/10

কলকাতা প্রধানত মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি ও সর্বনিম্ন ১৭  ডিগ্রির আসে পাশে থাকবে।
 

  • 8/10

আগামিকাল অর্থাৎ ২৪ জানুয়ারিও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৫ জানুয়ারি মঙ্গলবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় হতে পারে শিলাবৃষ্টিও।

  • 9/10

আবহাওয়া দফতর জানিয়েছে, তিনদিন পর থেকে রাতের তাপমাত্রা আবার দুই থেকে তিন ডিগ্রি কমবে।
 

  • 10/10

হাওয়া অফিস জানিয়েছে, আকাশ পরিষ্কার হবে বুধবার থেকে। পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জের কেটে গেলেই আকাশ পরিষ্কার হবে, জলীয় বাষ্প কমবে এবং ঢুকে পড়বে উত্তুরে হাওয়া। ফলে ফিরে আসবে শীতের আমেজ। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement