Advertisement

কলকাতা

Netaji Subhas Chandra Bose Birth Anniversary : কেক কেটে নেতাজির জন্মদিবস পালন নাকতলায়

Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jan 2022,
  • Updated 4:18 PM IST
  • 1/10

Netaji Subhas Chandra Bose Birth Anniversary: কেক কেটে নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)-র জন্মদিবস পালন করা হল। রবিবার কলকাতায় এই উদ্যোগ নিয়েছিল জয় হিন্দ দেশপ্রেমী মঞ্চ (Azad Hind Desh Premi Manch)। 

আরও পড়ুন: Omicron-এর অদ্ভুত এক উপসর্গের হদিশ পেলেন বিজ্ঞানীরা, কী?

আরও পড়ুন: Dividend Yield Fund: বাজার ধাক্কা খেলেও ঝটকা কম, জানুন

  • 2/10

ওই সংগঠনের তরফে এমন ভাবেই প্রতিবার নেতাজির জন্মদিবস পালন করা হয়। নেতাজির সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)-র প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

আরও পড়ুন: বদলে যেতে পারে শিশুদের নাকের আকার, নাক থেকে রক্ত ঝরা অবহেলা নয়

  • 3/10

এই দিনটি তারা দেশপ্রেম দিবস হিসেবে পালন করল। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অন্য মাত্রা নিল অনুষ্ঠান।

আরও পড়ুন: অনস্ক্রিনে Kiss করতে গিয়ে সমস্য়ায় পড়েছিলেন এই অভিনেতা-অভিনেত্রীরা

  • 4/10

এর পাশাপাশি নেতাজি (Netaji Subhas Chandra Bose)-র জীবন নিয়ে এক প্রদর্শনীরও আয়োজন করা হয়। নতুন প্রজন্মকে তাঁর ব্য়াপারে আরও জানাতে এই উদ্যোগ। সেখান থেকে তাঁরা আরও বেশি করে নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)-র ব্য়াপারে জানতে পারবেন বলে আশা আয়োজকদের।

আরও পড়ুন: নেটপাড়ায় ভাইরাল কুলহাড় পিৎজা, ভাঁড় বেয়ে উপচে পড়ছে চিজ, মিলছে কোথায়?

  • 5/10

এই উপলক্ষে কলকাতার নাকতলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজনীতি থেকে শুরু করে শিক্ষা, অভিনয় জগতের বিশিষ্টরা। 

আরও পড়ুন: আবার বাঘের দেখা সুন্দরবনে, লঞ্চটির একেবারে কাছে রয়্যাল বেঙ্গল

  • 6/10

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী, জয় হিন্দ দেশপ্রেমী মঞ্চ (Azad Hind Desh Premi Manch)-এর সাধারণ সম্পাদক, অভিনেত্রী পাপিয়া দেবরাজন, কলকাতা পুরসভার কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর দেবাশিস মুখোপাধ্যায় প্রমুখ। 

আরও পড়ুন: Pedicure থেকে ইনফেকশন, পার্লারকে ১৩ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ

  • 7/10

ছিলেন জয় হিন্দ দেশপ্রেমী মঞ্চের জয় সিংহ, অরুণ নন্দী, নন্দিনী লাহা, কৌস্তভ বসু, অনিলবরণ ঘোষ প্রমুখ।

 

  • 8/10

নাকতলা জোড়াবাগান এলাকায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও।

  • 9/10

আজাদ হিন্দ ফৌজের গান পরিবেশন করা হয়। ছিল দেশভক্তিমূলক গানের আয়োজনও। 
 

  • 10/10

নেতাজি (Netaji Subhas Chandra Bose)-র জীবন, তাঁর দেশপ্রেম নিয়ে আলোচনা করা হয়। দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এদিনের অনুষ্ঠান থেকে। 

Advertisement
Advertisement