জম্মু কাশ্মীরে সন্ত্রাস চালাতে ইসলামিক স্টেট- খোরসান গোষ্ঠী জঙ্গিদের ব্যবহার করতে পারে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। সম্প্রতি এক রিপোর্টে এমনই তথ্য সামনে এসেছে।
আফগানিস্তান তালিবান দখলের পরেই IS-K জঙ্গিরা নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি তারা কাবুল বিমানবন্দরে হামলা চালিয়েছিল। সেই হামলায় ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।
আফগানিস্তানের বিভিন্ন জেলে বন্দি জঙ্গিদের ছেড়ে দিয়েছে তালিবানরা। জানা যাচ্ছে, সেই তালিকায় ছিল আইএস-কে এর জঙ্গিরাও।
এবার সেই সব জঙ্গিদের একত্রিত করছে আইএসআই। পাশাপাশি তাদের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তুলে দিচ্ছে। এই অস্ত্র তালিবানদের কাছ থেকে নিয়েছে আইএসআই।
রিপোর্টে বলা হয়েছে, এই দলের অন্তত ২৫ জন কেরলের যুবক রয়েছে। এর আইএসে যোগ দেওয়ার জন্য দেশ ছেড়েছিল।
এখন এই জঙ্গিদের পাক অধিকৃত কাশ্মীরে নিয়ে আসা হচ্ছে। সখানে ট্রেনিং দিয়ে জম্মু ও কাশ্মীরে নাশকতা চালাতে পারে কুখ্যাত এই জঙ্গিরা।