Advertisement

বিশ্ব

ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহ, তুরস্ক-সিরিয়ায় হাহাকার, ভূমিকম্পের সব ছবি রইল

Aajtak Bangla
  • 06 Feb 2023,
  • Updated 4:40 PM IST
  • 1/9

ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ তুরস্ক। সোমবার ভোরবেলায় অনুভূত হয়েছে কম্পন। গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে।

  • 2/9

রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল ৭.৮। এর কিছু ক্ষণ পর আরও একটি কম্পন অনুভূত হয়েছে মধ্য তুরস্কে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর মতে, দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল ৬.৭।

  • 3/9

লেবানন, সিরিয়া এবং সাইপ্রাসের বিভিন্ন অংশে ভূমিকম্প অনুভূত হয়েছে।

  • 4/9

১৯৩৯ সালের পর তুরস্ক এমন ভয়াবহ ভূকম্প দেখেনি। বিপর্যয়ের মুহূর্তের বেশ কিছু ভিডিয়োও ছড়িয়ে পড়েছে ফেসবুক, টুইটারে। 

  • 5/9

ভিডিয়োতে দেখা যাচ্ছে, তীব্র কম্পনের ফলে বাড়িঘর ভেঙে পড়ছে। প্রাণ বাঁচানোর আশায় স্থানীয়দের ছোটাছুটি করতেও দেখা যাচ্ছে। দমকলকর্মীরা উদ্ধারকাজ শুরু করেছে।

  • 6/9

ভূমিকম্পের ফলে ১৪০টি বাড়ি ভেঙে পড়েছে। এই ধ্বংসস্তূপের তলায় বহু মানুষের আটকে থাকার আশঙ্কা। ফলে, মৃতের সংখ্যা বাড়তে পারে। এখনও পর্যন্ত ৪২০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

  • 7/9

এ দিন ভোর রাতে কেঁপে ওঠে তুরস্কের দক্ষিণ অংশ৷ ধ্বংসস্তূপে পরিণত হয় তুরস্কের গাজিয়ানটেপ, কাহরামানমারাস, আদিয়ামান, মালাটিয়া, দিয়ারবাকিরের মতো একাধিক শহর৷ ভেঙে পড়ে শহরের অধিকাংশ বহুতল৷ ঘুমের মধ্যেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন বহু মানুষ৷ 

  • 8/9

একই ভাবে বিপর্যয় নামে প্রতিবেশী দেশ সিরিয়াতেও৷ সেখানেও ভেঙে পড়ে ঘর, বাড়ি, বহুতল৷

  • 9/9

তুরস্কের এই ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন, 'তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি এবং সম্পত্তি নষ্টের ঘটনায় ব্যথিত৷ শোকস্তব্ধ পরিবারগুলিকে আমার সমবেদনা জানাই৷ আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন৷ এই কঠিন সময়ে ভারত সবরকম ভাবে তুরস্কের পাশে রয়েছে এবং সবরকম সহযোগিতা করতে তৈরি৷'

Advertisement
Advertisement