Advertisement

বিশ্ব

কেন হিন্দুদের কাছে ক্ষমা চাইলেন ইমরানের দলের এই সাংসদ, কারণটা জানেন?

Aajtak Bangla
Aajtak Bangla
  • 25 Feb 2021,
  • Updated 9:45 PM IST
  • 1/7

পাকিস্তানে প্রায়শই সংখ্যালঘুদের উপর নির্যাতনের খবর সামনে আসে। যা নিয়ে আন্তর্জাতিক মহলে বহুবার চাপে পড়তে হয়েছে ইমরান সরকারকে। আর এবার সংখ্যালঘু হিন্দুদের অসম্মান করে বেকায়দায় ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের সাংসদ আমির লিয়াকত হুসেইন।

  • 2/7

পাকিস্তানের তেহরিক-এ-ইনসাফ দলের ন্যাশানাল অ্যাসেম্বলির সদস্য আমির লিয়াকত হুসেইন বিরোধী নেতা এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজকে অপদস্ত করার জন্য হিন্দু দেবীর ছবি ট্যুইট করে বিতর্ক সৃষ্টি করেন।
 

  • 3/7

আমির লিয়াকত হুসেন পাকিস্তানে সুপরিচিত টিভি উপস্থাপক এবং একজন  ধর্মীয় পণ্ডিত হিসাবে পরিচিত। কিন্তু তার বিতর্কিত পোস্টের কারণে হিন্দু সম্প্রদায়, সুশীল সমাজ এবং রাজনীতিবিদদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। 
 

  • 4/7

জানা যাচ্ছে আমির লিয়াকত এর আগেও অনেক বিতর্কে জড়িয়েছেন। আমির নিউজ চ্যানেলের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন, তাতে মরিয়মের বক্তব্য লেখা হয়েছিল। মরিয়ম বলেছিলেন যে এখন ইমরান খান তাঁর অন্য চেহারা দেখতে পাবেন। এই বিবৃতি দিয়ে, লিয়াকত  হিন্দু দেবী কালী  একটি ছবি পোস্ট করেন। এই পোস্টের জন্য পাকিস্তানে আমিরের তীব্র সমালোচনা শুরু হয় ।
 

  • 5/7

 সিন্ধ প্রান্তের থারপার্কার এলাকার থেকে ইমরান খানের দলের প্রতিনিধি রমেশ কুমার বাঙ্কবানি আমির হুসেইনের ট্যুইটের নিন্দা করেন এবং ওনাকে হিন্দুদের কাছে ক্ষমা চাইতে বলেন।
 

  • 6/7

পাকিস্তান হিন্দু কাউন্সিলের সভাপতি রমেশ কুমার ট্যুইট করে লেখেন, ‘নিজেকে ধার্মিক মামলায় বিদ্যান হওয়ার দাবি করা ব্যক্তির লজ্জাজনক কাজের কড়া নিন্দা করছি আমি। উনি অন্য ধর্মের সন্মান করতে জানেন না।” রমেশ কুমার আরও লেখেন, ‘ওনার ওই বিতর্কিত ট্যুইট যদি তাড়াতাড়ি না হটানো হয়, তাহলে আমরা আইনের মাধ্যমে ওনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি করে গোটা দেশে বিক্ষোভ প্রদর্শন করব।”

  • 7/7

এরপর চাপে পড়ে আমির লিয়াকত হুসেইন নিজের ট্যুইট ডিলিট করে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চান। তিনি বলেন, ‘আমি জানি যে হিন্দুদের ধর্মীয় ভাবাঘেতে আঘাত হেনেছি। আমি সব ধর্মের সন্মান করি। আমার ধর্ম সব ধর্মকেই সন্মান করতে শেখায়।”

Advertisement
Advertisement