scorecardresearch
 

Film Wrap: শ্যুটিং শুরু টেলিপাড়ায়, ২২ বছর উদযাপন 'হাম দিল দে চুকে সনম'-র

হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? তারকারা কে কী করছেন রাজনীতির ময়দানে পা রেখে। কার্যত লকডাউনে কী করছে ফিল্ম ইন্ডাস্ট্রিগুলি? সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।

Advertisement
২২ বছর উদযাপন 'হাম দিল দে চুকে সনম'-র, শ্যুটিং শুরু টেলিপাড়ায় ২২ বছর উদযাপন 'হাম দিল দে চুকে সনম'-র, শ্যুটিং শুরু টেলিপাড়ায়
হাইলাইটস
  • সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।
  • সারাদিনের বিনোদনের খুঁটিনাটি।
  • হলি, বলি কিংবা টলি! সমস্ত খবর এক ক্লিকেই।

পুরো দমে শুরু হচ্ছে টেলিপাড়ার শ্যুটিং! তবে সম্পূর্ণ জট কি কাটল? 

শুক্রবার থেকে ফের ছন্দে ফিরছে টেলিপাড়া। শুরু হতে চলেছে সমস্ত ধারাবাহিকের শ্যুটিং। তবে বৈঠকের পরে সমস্যা মিটলেও আগামী ২৪ তারিখ সমস্ত সংগঠনগুলো আরও একবার আলোচনায় বসবে।


সকলের সামনে নিজের সিক্রেট শেয়ার করলেন মিমি! জানেন কী? 

সাংসদ - নায়িকা মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), তাঁর অনুরাগীদের জন্য শেয়ার করলেন কিছু সিক্রেট। নিজের সোশ্যাল পেজেই তিনি পোস্ট করেছেন সেই ভিডিয়ো। তারকাদের জীবন নিয়ে সাধারণ মানুষের বরাবর কৌতূহল অনেক বেশী। তাঁদের পছন্দ - অপছন্দ নিয়েও ফ্যানেদের মাঝে চর্চা কম হয় না।


Hum Dil De Chuke Sanam completes 22 Years: ঐশ্বর্য, সলমন, অজয়ের 'হাম দিল দে চুকে সনম'-র ২২ বছর পার! 

আজ থেকে ঠিক ২২ বছর আগে অর্থাৎ ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বনসালী পরিচালিত ছবি 'হাম দিল দে চুকে সনম'। অজয় দেবগণ, ঐশ্বর্য রায় বচ্চন ও সলমন খানের এই ত্রিকোণ প্রেম আজও দর্শকদের মনে গেঁথে আছে। 


এবার 'খেলা শুরু' হবে Dance Dance Junior Season 2-র মঞ্চে! জমবে 'গুরু-দেব পারফরমেন্স'

জনপ্রিয় নাচের রিয়্যালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র সিজন ২' (Dance Dance Junior Season 2)- এ প্রতি সপ্তাহান্তেই সারা বাংলার দর্শকদের কাছে নতুনত্ব কিছু নাচ পরিবেশন করে প্রতিভাবান ক্ষুদে নৃত্যশিল্পীরা। 

 

এবার হাতের নাগালে ডলি, শ্রীরূপা, রেনুরা! ওটিটি-তে আসছে 'গুলদস্তা'

গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল পরিচালক অর্জুন দত্তর (Arjunn Dutta) ছবি 'গুলদস্তা' (Guldasta)। এবার সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে এই ছবি।

Advertisement

 

Exclusive: মন খারাপ? সরাসরি ফোন করতে পারেন সন্দীপ্তাকে

করোনা পরিস্থিতিতে (Covid- 19 Pandemic) যে সমস্ত তারকারা সাধারণ মানুষের পাশে সক্রিয়ভাবে দাঁড়িয়েছেন, তাঁদের মধ্যে টেলি অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen) অন্যতম। মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও তাঁদের সেই সমস্যা থেকে বের করে আনতে বিনামূল্য অনলাইনে কাউন্সিলিং করবেন সন্দীপ্তা। 

 

Advertisement