scorecardresearch
 

Film Wrap: কাস্টিং কাউচের শিকার প্রাচী, দেবের রাজনৈতিক খোঁচা

হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? লকডাউন পরবর্তী সময়ে কীভাবে সামলে উঠছে সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিগুলি? তারকারা কে কী করছেন রাজনীতির ময়দানে পা রেখে। সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।

Advertisement
প্রাচী দেসাই - দেব প্রাচী দেসাই - দেব

হিরোইনের রোলের জন্য শুতে বলেছিল পরিচালক, বিস্ফোরক প্রাচী দেসাই

মাত্র ১৭ বছর বয়সে হিন্দি ধারাবাহিক কসম সে-তে অভিনয় করে দেশের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন প্রাচী দেশাই। রুপোলি পর্দায় হিরোইন হওয়ার স্বপ্ন নিয়েই টিনসেল টাউনে এসেছিলেন প্রাচী। বলিউড সফরের শুরুটা বেশ ভালো হয়েছিল প্রাচী-র। কিন্তু পর পর কয়েকটি ছবিতে অভিনয় করার পর হঠাৎই গায়েব হয়ে যান। বহুদিন পর সাইলেন্স ছবির মাধ্যমে ডিজিটাল ডেবিউ করলেন প্রাচী। ২০০৮ সালে তাঁর বলিউড কেরিয়ার শুরু হয় ব্লক বাস্টার ছবি রক অন-এ ফারহান আখতারের বিপরীতে অভিনয় করে। এর পর বোল বচ্চন, আজহার, ওয়ান্স আপঅন আ টাইম ইন মুম্বই-এ অভিনয় করেন প্রাচী। এর মধ্যে কয়েকটি হিটও হয়। কেন গায়েব হয়েছিলেন, তা সম্প্রতি জানালেন একটি সাক্ষাৎকারে। তিনি জানান, বলিউডের বিখ্যাত কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল তাঁকে। দেখুন গ্যালারি...


রাজনীতিকরাই নিয়ম ভাঙতে-গড়তে পারেন, সোশালে খোঁচা দেব-এর

করোনার আবহে মাস্ক বিহীন প্রচার এবং রাজনীতিকদের এই নিয়ম ভাঙার খেলা দেখেই সম্ভবত সোশালে তীব্র খোঁচা দিলেন সাংসদ অভিনেতা দেব। লিখলেন, 'আমাদের দেশে একমাত্র রাজনীতিকরাই নিয়ম গড়তে বা ভাঙতে পারেন।' বাংলা নববর্ষের দিন মুক্তি পেয়েছে দেব-এর পরবর্তী গোলন্দাজ-এর টিজার। যা এর মধ্যেই দর্শকদের খুব পছন্দ হয়েছে। করোনা পরিস্থিতিতে যথেষ্ট সাবধানতা বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে প্রেক্ষাগৃহে টিজার মুক্তির অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সর্ব ক্ষণ মাস্ক পরে ছিলেন টলিউড সুপারস্টার দেব। তাঁর আচরণের মধ্যেই স্পষ্ট বার্তা ছিল, করোনা আটকাতে সাবধান হতেই হবে। মাস্ক এখন মাস্ট। পড়ুন সবিস্তারে...


Sa Re Ga Ma Pa-র চ্যাম্পিয়ন অর্কদীপকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া!

'সারেগামাপা' -র গ্র্যান্ড ফিনালেতে প্রতিযোগীরা ও বিচারকেরা ছাড়াও মঞ্চ মাতিয়ে দিয়েছেন অতিথি বিচারকেরা। সেই অবধি সবই ঠিক ছিল। এরপর ঘোষণা হল বিজয়ীদের নাম। আর তারপর থেকেই চটেছেন নেটিজেনরা। পড়ুন সবিস্তারে...

Advertisement


কুম্ভমেলার আয়োজন উচিত হয়নি: সোনু নিগম

প্রতি দিন সংক্রমণ বেড়ে চলেছে। দ্বিতীয় ঢেউ নিয়ে আরও মারাত্মক আকারে ফিরে এসেছে করোনা (Corona Second Wave)। পরিস্থিতি দেখে চিন্তা ব্যক্ত করেছেন সঙ্গীত শিল্পী সোনু নিগম (Sonu Nigam)। তাঁর স্ত্রী এবং পরিবারের এক প্রবীণ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন, এমনটা জানান সোনু। পড়ুন সবিস্তারে...


#Khorkuto গুনগুন 'ন্যাকা', না 'নির্বোধ', প্রশ্ন দর্শকদের

বাংলা ধারাবাহিকের মধ্যে এ মুহূর্তে অন্যতম পছন্দের ধারাবাহিক খড়কুটো। মুখোপাধ্যায় পরিবার, সকলের প্রিয় পুটু পিসি, পটকাদের গ্রুপ এবং সৌজন্য ও গুনগুনের রসায়ণে মজে ওঠা বাঙালি দর্শকরা খানিকটা যে বিরক্ত ধারাবাহিকের গতিপ্রকৃতি নিয়ে, তা সাম্প্রতিক সোশাল পোস্ট বলে দিচ্ছে। পড়ুন সবিস্তারে...


'মাকে বাঁচিয়েছেন', নতমস্তকে রাখির প্রণাম সলমনকে

সোমবার রাখির মায়ের সফল অস্ত্রোপচার হয়। হাসপাতাল থেকে বেরিয়ে সলমন খান এবং সোহেল খানের অকুণ্ঠ প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। হাসপাতাল থেকে বরিয়ে ক্যামেরার সামনেই রাস্তায় হাঁটু গেড়ে বসে সলমন খানকে ধন্যবাদ জানান। সে সময় কৃতজ্ঞতায় তাঁর চোখ জলে ভরে উঠেছিল। রাখির এই ভিডিও ভাইরাল হচ্ছে। কাঁদেত কাঁদতে রাখি বলছেন, 'আজ সকালে আমার মায়ের অপারেশন হয়ে গিয়েছে। আমি ইনস্টাগ্রামে মায়ের টিউমারের ভিডিও শেয়ার করেছি। ডাক্তাররা জানিয়েছেন যদি দ্রুত তাঁখা না আনা হত তবে বাঁচানো মুশকিল হত।' সলমনকে কৃতজ্ঞতা জানাতে গিয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে রাখি বলেন, 'সলমন ভাই আমি আপনার সামনে শুধু নতমস্তক হতে পারি... আপনি আমার মাকে বাঁচিয়েছেন।' দেখুন গ্যালারি...


ফের কোভিড হানা টলিপাড়ায়! আক্রান্ত অভিনেতা ঋতব্রত

টলিউড ইন্ডাস্ট্রিতেও একের পর এক শিল্পীদের কোভিডে আক্রান্ত হওয়ার খবর মিলছে। এবার আক্রান্ত অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee)। রবিবার নিজের সোশ্যাল পেজে নিজেই জানিয়েছেন তিনি। পড়ুন সবিস্তারে...

 

Advertisement