scorecardresearch
 

News Wrap: মেক্সিকো থেকে সিরিয়ালে, মোহময়ী নুসরত

হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? লকডাউন পরবর্তী সময়ে কীভাবে সামলে উঠছে সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিগুলি? তারকারা একে একে যোগ দিচ্ছেন রাজনীতিতে। সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।

Advertisement
সৃজ্লা গুহ - নুসরত জাহান সৃজ্লা গুহ - নুসরত জাহান
হাইলাইটস
  • সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।

মেক্সিকোর কন্যা এবার বাংলা ধারাবাহিকের নায়িকা

বারবারা মোরি-র দেশে জন্ম। এমন একটি দেশ যেখানকার সুন্দরীরা সারা বিশ্বের পুরুষ হৃদয়ে কাঁপন ধরাতে পারেন নিমেষে। সেখান থেকে সোজা ছোট পর্দায় বাংলা ধারাবাহিকের নায়িকার রোলে দেখা যাবে সৃজ্লা গুহ-কে। অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে বাংলার নামী একটি চ্যানেলে ধারাবাহিকে অভিনয় করছেন সৃজ্লা। পড়ুন সবিস্তারে...


নির্বাচনী প্রচারের মাঝেই মোহময়ী ফটোশ্যুট নুসরতের!

অভিনেত্রী ও তৃণমূল- কংগ্রেস সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) স্টাইল স্টেটমেন্ট বিভিন্ন সময়ে আলোচিত। এই মুহূর্তে নির্বাচনী প্রচারে ব্যস্ত আছেন নুসরত। আর তার মাঝেই ফটো শ্যুটও সেরে ফেলেছেন নায়িকা। দেখুন গ্যালারি...


জয়া বচ্চনের ১০ না জানা তথ্য, যা সিনেপ্রেমীদের জানতেই হবে

প্রথম সিনেমা করেন ১৯৬৩ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায়। ছবির নাম মহানগর। তার পর ৮ বছর সিনেমা করেননি জয়া। পরের ছবি মুক্তি পায় ১৯৭১ সালে। ছবির নাম গুড্ডি। দেখুন গ্যালারি...


গান করুন, কিন্তু নিরপেক্ষ সেজে মিথ্যে বলবেন না: রুদ্রনীল

সপ্তাহ দুয়েক আগে বঙ্গ রাজনীতির আঙিনা একটা গানকে কেন্দ্র সরগরম হয়ে উঠেছিল। নিজেদের মতে নিজেদের গান। টলিউডের নামী কিছু মুখকে এই গানে দেখা গিয়েছে। গানটি মূলত বিজেপি বিরোধী হিসাবেই পরিচিতি পেয়েছে। তারই পাল্টা হিসাবে বিজেপি-র তরফ থেকে একটি গান প্রকাশ করা হল। এই গানের লড়াই নিয়ে আজতক বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষারকার দিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ। পড়ুন সবিস্তারে...


'গান গাওয়া এখনও ছাড়িনি, কামব্যাকের প্রশ্ন উঠছে কেন'

সম্প্রতি কুলি নাম্বর ওয়ানে তাঁর গানকে অনেকে কুমার শানু-র বলিউডে কাম ব্যাক বলছেন। কিন্তু তা বলতে নারাজ ২৬ ভাষায় ২১ হাজার গান গাওয়া এই বাঙালি গায়ক। আজতকের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে তাঁর জীবনের আরও অনেক অজানা তথ্য জানালেন শানু। পড়ুন সবিস্তারে...

Advertisement


ইরফানের পুরস্কার নিয়ে কান্নায় ভেঙে পড়লেন বাবিল

২০২০ সালের ২৯ এপ্রিল সকলকে বিষন্নতায় মুড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন ইরফান। প্রায় এক বছর কেটে গেলেও সেই স্মৃতি আজও সবুজ বাবিলের মনে। মাঝে মধ্যেই তাঁর সোশাল পোস্ট সে কথা জানান দেয়। ইরফান-কে দেওয়া ফিল্মফেয়ারের বিশেষ পুরস্কার হাতে নিয়ে মঞ্চে হাউহাউ করে কাঁদলেন বাবিল। পড়ুন সবিস্তারে...


সৌজন্য নাকি রাজনৈতিক চাপানউতোরে ট্যুইট তিন টলি সুপারস্টারের?

পশ্চিমবাংলায় নির্বাচনী (Bengal Election 2021) বাতাবরণ। ঘরে - বাইরে, এমনকি নেট মাধ্যমেও সকলের একটাই আলোচনা, 'ভোট'। নির্বাচনের আগে একের পর তারকারা যোগ দিয়েছেন সক্রিয় রাজনীতিতে। কার দলে কত বেশি গ্ল্যামার, তা হয়ে উঠেছে এইবারের রাজ্য নির্বাচনের মূলমন্ত্র। আর তাতেই দু'ভাগ হয়েছে টলিউড ইন্ডাস্ট্রি। পড়ুন সবিস্তারে...

 

Advertisement