কিছুদিন আগেই সমাপ্তি হয়েছে জি বাংলার ধারবাহিক 'অপরাজিতা অপু' (Aparajita Apu)। এক সময় টিআরপি তালিকায় (TRP) প্রথম তিনে থাকা এই মেগার, ধীরে ধীরে জনপ্রিয়তা কমতে থাকে। তবে মন খারাপ হয়েছিল ধারাবাহিকের 'অপু' ওরফে অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey)-এর ফ্যানেরদের।
তবে এবার অভিনেত্রীর অনুগামীদের জন্য রয়েছে সুখবর। খুব শীঘ্রই ফের ছোট পর্দায় (Bengali Television) মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে এবার জি বাংলা না, তিনি মুখ হবেন প্রতিদ্বন্দ্বী চ্যানেল স্টার জলসার ধারবাহিকের। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই হয়ে গেছে প্রোমো শ্যুট। যদিও এবিষয় এখনও মুখ খোলেননি অভিনেত্রী। এমনকী, চ্যানেলের তরফেও কিছু জানা যায়নি।
আরও পড়ুন: টলিউডে 'ম্যাজিশিয়ান' সোমনাথ, প্রস্থেটিকে অচেনা প্রসেনজিত্-যিশু-গার্গীরা
টেলিপড়া সূত্রের খবর, এবার সুস্মিতা জুটি বাঁধবেন অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরীর সঙ্গে। এর আগে 'ফেলনা'-তে মণীশ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। শোনা যাচ্ছে, সুশান্ত দাসের প্রযোজনা সংস্থার টেন্ট সিনেমার ব্যানারে আসছে এই নতুন মেগা। তবে ধারাবাহিক নাম কী হবে বা কোন স্লটে দেখা যাবে, এসব কিছুই এখনও জানা যায়নি।
আরও পড়ুন: মুক্তির আগেই ফাঁস 'মিনি'-র ট্রেলার? বিরক্ত হয়ে মৈনাকের কাছে জবাব চাইলেন মিমি
বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির খবর অনুযায়ী, এই নতুন ধারবাহিকও মূলত নারীকেন্দ্রিক। তবে 'অপরাজিতা অপু'-তে যেমন প্রথমে স্বপ্নপূরণে তাঁকে লড়তে হয়েছিল, এখানে ঘটবে উল্টো ঘটনা। বিয়ের পর শাশুড়ি মায়ের ইচ্ছেতেই বিদেশের মাটিতে পা রাখবে সুস্মিতা। আরও এক স্বপ্নপূরণের গল্পের সাক্ষী হবেন দর্শকেরা।
আরও পড়ুন: ভারতী থেকে করিনা, এই বলি নায়িকারা প্রেগন্যান্সির শেষ মাসেও কাজ করেছেন
এর আগে টেন্ট সিনেমার প্রযোজনায় একাধিক ধারাবাহিক সফল হয়েছে। সেই তালিকায় রয়েছে 'কৃষ্ণকলি', 'উমা', 'আলতা ফড়িং', 'অপরাজিতা অপু', 'গ্রামের রানী বীণাপাণি' সহ আরও বেশ কয়েকটি মেগা। তবে এবার কতটা দর্শক মন জয় করতে পারে সুস্মিতা -দেবজ্যোতি অভিনীত এই নতুন মেগা, তা সময়ই বলবে।