scorecardresearch
 

Sreelekha Mitra: 'আমি মানব না, আমি বুঝব না', বাবাকে হারিয়ে বিহ্বল শ্রীলেখা

২৭ সেপ্টেম্বর সোমবার সকালে সোশাল মিডিয়ায় পোস্ট করে এই দুঃসংবাদ সকলকে জানান শ্রীলেখা। বছর কয়েক আগে মাকে হারিয়েছিলেন তিনি। এ বার চলে গেলেন তঁর 'বটগাছ'। হঠাৎ বাবাকে হারিয়ে শোকে বিহ্বল তিনি। রবিবারের পর থেকে তিনি বেশ কয়েকটি সোশাল পোস্ট করেছেন। তাতেই পরিষ্কার বাবাকে হারিয়ে তিনি কতটা শোকার্ত।

Advertisement
শ্রীলেখা মিত্র শ্রীলেখা মিত্র
হাইলাইটস
  • কয়েক বছর আগে শ্রীলেখার সঙ্গেই টেলিভিশনের একটি শোয়ে গিয়েছিলেন তাঁর বাবা।
  • সেই ভিডিয়ো শেয়ার করে ক্যাপশন শ্রীলেখা লিখেছেন, ‘আমার বাবা ঋজু এবং সৎ। মাথা উঁচু করে চলার সাজ জুগিয়েছেন।

গত রবিবার ২৬ সেপ্টেম্বর প্রয়াত হন অভিনেত্রী শ্রীলেখা মিত্র-র (Sreelekha Mitra) বাবা সন্তোষ মিত্র। ২৭ সেপ্টেম্বর সোমবার সকালে সোশাল মিডিয়ায় পোস্ট করে এই দুঃসংবাদ সকলকে জানান শ্রীলেখা। বছর কয়েক আগে মাকে হারিয়েছিলেন তিনি। এ বার চলে গেলেন তঁর 'বটগাছ'। হঠাৎ বাবাকে হারিয়ে শোকে বিহ্বল তিনি। রবিবারের পর থেকে তিনি বেশ কয়েকটি সোশাল পোস্ট করেছেন। তাতেই পরিষ্কার বাবাকে হারিয়ে তিনি কতটা শোকার্ত।

কয়েক বছর আগে শ্রীলেখার সঙ্গেই টেলিভিশনের একটি শোয়ে গিয়েছিলেন তাঁর বাবা। সেই ভিডিয়ো শেয়ার করে ক্যাপশন শ্রীলেখা লিখেছেন, ‘আমার বাবা ঋজু এবং সৎ। মাথা উঁচু করে চলার সাজ জুগিয়েছেন। যে কোনও পরিস্থিতিতে অকপট, ভনিতা বিহীন, আবেগপ্রবণ বাবাটা আমার, আর সান্ত্বনা দিও না তোমরা, দিতে দিতে টায়ার্ড হয়ে যাবে, আমি বুঝবো না, মানব না। আমি যে কী হারালাম…।’

ফেসবুকে বাবার সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছে শ্রীলেখা গতকাল ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রিয় পুরুষ, আমার প্রিয় মানুষ… বাবা, যার কাছে তার কন্যাই শ্রেষ্ঠ, আমার খুঁটিনাটি বিষয় তার জানা চাই, মতামত না চাইলেও দেওয়া চাই, আমার ভাল কিছু হলে আমার থেকেও যে মানুষটি বেশি খুশি হয়, সেই বাবা দুম করে মরে গেল… এটা আমি মানতে পারছি না, চাইছিও না। আমার বাবা আমার কী সেটা আমরা দুজনেই শুধু জানি। বাবাগো তোমার সাথে কথা হয়েছিল তুমি আমায় বোঝাবে যে তুমি আমার কাছে আছো, সেটা এমনি এমনি না, আমায় প্রুফ দিয়ে বোঝাবে বলে রাখলাম, না হলে তোমায় ছাড়তে পারছি না, ছাড়বো না, এইভাবে কষ্টে থাকবো তুমি দেখবে, আমায় প্রুফ দাও…।’

 

মাকে কয়েক বছর আগেই হারিয়েছিলেন শ্রীলেখা। এ বার চলে গেলেন বাবাও। কার্যত একা হয়ে পড়লেন তিনি। মা, বাবার ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমার আইডল আমার মা, বাবা, আমার সব কিছু, আমি হারিয়ে ফেললাম।’ কখনও বা বাবার ফেসবুক পেজের লিঙ্ক শেয়ার করে শ্রীলেখার আকুতি, ‘আমি তোমায় ছেড়ে বাঁচবো কী করে বাবা, আমি তো পারছি না বাবা, আমায় নিয়ে যাও।’

Advertisement

মা চলে যাওয়ার পর বাবাকে আগলে রাখতেন শ্রীলেখা। বাবা তাঁর বন্ধুর মতো হয়ে গিয়েছিলেন। গত ২৮ জুলাই বাবার সঙ্গে শেষ ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন শ্রীলেখা। কোনও পারিবারিক ঘরোয়া অনুষ্ঠানে বাবা এবং মেয়েকে নিয়ে গিয়েছিলেন শ্রীলেখা। সেখানে বাবার এবং তাঁর পোশাকের রং এক ছিল। তাই ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘বাবা, আমি সেম সেম’।

শ্রীলেখার বাবা আজীবন বামপন্থী মনোভাবাপন্ন ছিলেন। ছোট থেকেই সেই পরিবেশে বড় হয়েছেন শ্রীলেখা। নিজের মধ্যেও সেই মতাদর্শ ধীরে ধীরে তৈরি হয়েছিল। বাবার আদর্শেই নিজের রাজনৈতিক মনন তৈরি করেছিলেন। গত বিধানসভা নির্বাচনের আগে বামপন্থী প্রার্থীদের সমর্থনে বহু সভা, মিছিল, বক্তৃতায় সক্রিয় অংশ নিয়েছিলেন তিনি। বামপন্থার আদর্শ আজীবন নিজের মধ্যে শ্রীলেখা লালন করবেন বাবার দেখানো পথেই।

 

Advertisement