scorecardresearch
 

Sreelekha Mitra: শ্রীলেখাকে বিয়ের প্রস্তাব ইতালীয় যুবকের! কী বললেন অভিনেত্রী?

শ্রীলেখা জানিয়েছেন, ওই যুবক পেশায় একজন মডেল। তার সঙ্গে একটি রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করেন। খাদ্যরসিক শ্রীলেখাকে দেখে বিয়ের প্রস্তাবও দেন তিনি। জানান, মডেল এবং অভিনেত্রীর জুটি ভালোই জমবে। তবে তা নিছক কথার খেয়ালেই মাথা থেকে বার করে দিয়েছেন শ্রীলেখা।

Advertisement
শ্রীলেখা মিত্র শ্রীলেখা মিত্র
হাইলাইটস
  • তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছেন স্থানীয় রেস্তরাঁর এক সুদর্শন যুবক ‘ওয়েটার’!
  • এক প্লেট মাছ খেয়ে পাঁচ হাজার টাকা গচ্চা দিয়েছেন তিনি!

বাঙালির প্রাণ, তাই বিদেশের মাটিতেও খোঁজে মাছ। সাধের জুরিখকে আলবিদা জানিয়ে কিছুদিন আগে ভেনিসে পৌঁছেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সেখানে আবার রয়েছে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শ্রীলেখা অভিনীত ও আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ ছবিটি মনোনীত হয়েছে সেখানে। সব মিলিয়ে দারুণ এক্সাইটেড শ্রীলেখা।

তাই জুরিখ ঘুরে শ্রীলেখা সোজা চলে গিয়েছেন ভেনিস। এখন তিনি চুটিয়ে ঘুরছেন স্বপ্নের নগরী। আর তাঁর মধ্যেই ঘটেছে এক আজব কাণ্ড। শহর ঘুরতে ঘুরতে খাদ্য রসিক শ্রীলেখা পৌঁছেছিলেন একটি রেস্তরাঁয়। মেনু কার্ড দেওয়া হয় তাঁকে। ‘ভাল মাছ আছে?’ খোঁজ অভিনেত্রীর। ইতিমধ্যেই সামনে এসে হাজির হন এক সুদর্শন যুবক। তিনিই অর্ডার নেবেন আর কী! তাঁকে দেখবেন না খাদ্য সূচীতে মন দেবেন? তা ‘সুদর্শন’-এর দিকে তাকাতে তাকাতে আনমনেই একটা মাছের আইটেম অর্ডার করে দিলেন অভিনেত্রী। কিছুক্ষণের মধ্যে চলে এল সেই ডিশ। আলু, বেরি, মধু দিয়ে রান্না করা মাছের পদ।

 

কলকাতা ছেড়ে সুদূর ভেনিসে শ্রীলেখা মিত্র। সেখানেই তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছেন স্থানীয় রেস্তরাঁর এক সুদর্শন যুবক ‘ওয়েটার’! তাঁর রূপে মুগ্ধ শ্রীলেখা। কেবল তাঁকে দেখেই এক প্লেট মাছ খেয়ে পাঁচ হাজার টাকা গচ্চা দিয়েছেন তিনি! অবশেষে কি মন গলল শ্রীলেখারও? তিনিও কি এই প্রস্তাবে রাজি? ভেনিস থেকেই সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, ও পথে যাওযার কোনও ইচ্ছএ তাঁর নেই। ছেলেটি তাঁর মেয়ের প্রেমিক হওয়ার যোগ্য। ফলে এত ছোট প্রেমিক তাঁর সামলানোর কোনও ইচ্ছে নেই।

শ্রীলেখা জানিয়েছেন, ওই যুবক পেশায় একজন মডেল। তার সঙ্গে একটি রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করেন। খাদ্যরসিক শ্রীলেখাকে দেখে বিয়ের প্রস্তাবও দেন তিনি। জানান, মডেল এবং অভিনেত্রীর জুটি ভালোই জমবে। তবে তা নিছক কথার খেয়ালেই মাথা থেকে বার করে দিয়েছেন শ্রীলেখা।

Advertisement

শীঘ্রই তাঁর মুকুটে নতুন পালক যোগ হচ্ছে। ৭৮ তম ভেনিস ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসব (78th Venice International Film Festival) স্থান করে নিয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তের (Aditya Vikram Sengupta) ছবি 'ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা' (Once Upon A Time In Calcutta)। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ব্রাত্য বসু (Bratya Basu), শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।

 

Advertisement