Covid New Wave In India: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ফের দ্রুত হারে বাড়ছে। গত ২৪ ঘন্টায় করোনায় ২০হাজার ৪০৯ টি নতুন ঘটনা সামনে এসেছে। এর মধ্যে ৩২ জনের মৃত্যু হয়ে গিয়েছে। দেশে অ্যাকটিভ কেস ১ লক্ষ ৪৩ হাজার ৯৮৮ এই মুহূর্তে। যদিও গত ২৪ ঘন্টায় ২৩৩৫ টি একটি কেস কম হয়েছে। দিল্লি, গুজরাট, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, মহারাষ্ট্রের মতো রাজ্য রয়েছে, যেখানে প্রতিদিন এক হাজারের বেশি করনা কেস সামনে আসছে।
এই রাজ্যগুলিতে রোজ ১০০০ এর বেশি করোনা আক্রান্ত হচ্ছেন
এই সমস্ত রাজ্যে করোনা সবচেয়ে বেশি কেস গত ২৪ ঘন্টার কথা বলতে গেলে মহারাষ্ট্রতে সবচেয়ে বেশি ২২৩ জন করোনা আক্রান্তের সংখ্যার হিসেব মিলেছে। এরপরেই রয়েছে কর্ণাটকে ১৮৮৯ জন, কেরলে ১৮৩৭, তামিলনাড়ুতে ১৭১২ এবং পশ্চিমবঙ্গ ১৪৯৫ টি নতুন মামলা সামনে এসেছে। এছাড়া দিল্লিতে গত ২৪ ঘন্টায় ১১২৮ টি ঘটনা সামনে এসেছে।
পশ্চিমবঙ্গ-দিল্লিতে পজিটিভিটি রেট সবচেয়ে বেশি
দেশে করোনার পজিটিভিটি রেট ৫.১২ পার্সেন্ট হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে পজিটিভিটি রেট ১০.৪২ পার্সেন্ট হয়ে গিয়েছে। এর আগে গত বুধবার এটি ৮.৫৫ শতাংশ ছিল। সেখানে গত ২৪ ঘন্টায় ৭ জন করোনা রোগের মৃত্যু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে অ্যাকটিভ কেস ১৯ হাজার ১৪৩ হয়ে গিয়েছে।
সেখানে দিল্লির কথা বলতে গেলে গত ২৪ ঘন্টায় ১১২৮ টি নতুন মামলা সামনে এসেছে। এটি গত এক মাসে সবচেয়ে বেশি পজিটিভিটি রেট। এখানে রোজকার আক্রান্তের শতাংশ বেড়ে ৬.৫৬ শতাংশ হয়ে গিয়েছে। যদিও গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয়নি, দিল্লিতে পজিটিভিটি রেট লাগাতার ছয় দিনে ৫% এর উপরে চলে গিয়েছে।দিল্লির অ্যাক্টিভ কেস ৩৫২৬ হয়ে গিয়েছে। এর আগে ১৫ জুন রাজধানীতে করোনায় ১৩৭৫ টি মামলা সামনে এসেছিল। সেখানে পজিটিভিটি ৭.০১ পার্সেন্ট ছিল। দিল্লিতে বুধবার ১০৬৬ টি নতুন ঘটনা সামনে এসেছে।
গুজরাটে পাঁচ মাসে এক হাজারের বেশি কেস
গুজরাটে বৃহস্পতিবার করোনা এক হাজার ১০১ টি মামলা সামনে এসেছে। বলা হচ্ছে যে ৫ মাস পরে এক হাজারের বেশি করোনায় আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত গুজরাতে ১২ লক্ষ ৫২ হাজার ৮৯ টি কেস পাওয়া গিয়েছে। রাজ্যে গত ২৪ ঘন্টায় মহামারিতে একজনের মৃত্যু হয়েছে। এর আগে গুজরাতে ১৪ ফেব্রুয়ারি করোনায় ১০৪০ টি মামলা সামনে এসেছিল। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় ৮৮৬ জন রোগী সুস্থ হয়ে গিয়েছে। আমেদাবাদে সবচেয়ে বেশি ৩৭৪ টি মামলার সামনে এসেছে।
দেশে ১ জুন থেকে ৪৩৭২ টি কেস পাওয়া গিয়েছে
গোটা দেশে ১ জুন করোনাতে একবার নতুন করে গতি দেখা দিয়েছে। ১ জুন থেকে দেশে ৪ হাজার ৩৭২ টি কেস পাওয়া গেছে। এর মধ্যে পরে দ্রুততার সঙ্গে বাড়তে শুরু করেছে। গত ১৫ দিনে দেশে প্রত্যেকদিন ১৫-২০ হাজার পর্যন্ত অনেকদিন করোনা নতুন কেস পাওয়া গিয়েছে।