scorecardresearch
 

Interview Tips UPSC Personality Tips : কোন দেশকে 'ল্যান্ড অফ কেকস' বলা হয়, জেনে নিন উত্তর

Interview Tips UPSC Personality Tips: যে কোনও সরকারি চাকরির ইন্টারভিউতে সব সময় সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়। তাই প্রার্থীদের সাধারণ জ্ঞান থাকতে হবে। আজ আমরা আপনাদের জন্য এমন কিছু প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। যাতে আপনি আপনার সাধারণ জ্ঞান পরীক্ষা করতে পারেন।

Advertisement
ইন্টারভিউতে যে রকমের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় (প্রতীকী ছবি) ইন্টারভিউতে যে রকমের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • যে কোনও সরকারি চাকরির ইন্টারভিউতে সব সময় সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়
  • তাই প্রার্থীদের সাধারণ জ্ঞান থাকতে হবে
  • আজ আমরা আপনাদের জন্য এমন কিছু প্রশ্নের উত্তর নিয়ে এসেছি

Interview Tips UPSC Personality Tips: যে কোনও সরকারি চাকরির ইন্টারভিউতে সব সময় সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়। তাই প্রার্থীদের সাধারণ জ্ঞান থাকতে হবে। আজ আমরা আপনাদের জন্য এমন কিছু প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। যাতে আপনি আপনার সাধারণ জ্ঞান পরীক্ষা করতে পারেন। এমনই কয়েকটি প্রশ্ন আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। আসুন জেনে নেই এই কয়টি প্রশ্নের উত্তর আপনি জানেন।

প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি?
উত্তরঃ মেসোপটেমিয়া

প্রশ্নঃ পৃথিবীর কোন শহরকে মোটরের শহর বলা হয়?
উত্তরঃ ডেট্রয়েট

প্রশ্নঃ পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
উত্তরঃ রাশিয়ার বৈকাল হ্রদ

প্রশ্নঃ কোন দেশকে 'ল্যান্ড অফ কেক' বলা হয়?
উত্তরঃ স্কটল্যান্ড

আরও পড়ুন: পিপিএফে রোজ রাখুন মাত্র ১০০ টাকা, ১৫ বছরে ১০ লক্ষের ফান্ড, কী ভাবে?

আরও পড়ুন:  'সবুজ' চন্দননগরে 'শিবরাত্রির সলতে' ১৬ নম্বর ওয়ার্ড, নজর না লাগে, কটাক্ষ ইন্দ্রনীলের

আরও পড়ুন: খানাকুলে ব্যবসায়ীর বাইক আটকে দিল গাড়ি, লুঠে বাধা দেওয়ায় গুলি

প্রশ্নঃ পৃথিবীর প্রথম ভূগর্ভস্থ রেলপথ কোন দেশে নির্মিত হয়? 
উত্তরঃ লন্ডন

প্রশ্ন: বিশ্বের সবচেয়ে জনবহুল শহর
উত্তরঃ টোকিও

প্রশ্নঃ পৃথিবীর একমাত্র সাপ কোনটি বাসা বাঁধে?
উত্তরঃ কিং কোবরা একমাত্র সাপ যে বাসা বানিয়ে সেখানে থাকে।

প্রশ্নঃ ভারতের ঠান্ডা মরুভূমি বলা হয় কোনটিকে?
উত্তর: লাদাখকে ভারতের ঠান্ডা মরুভূমি বলা হয়।

প্রশ্ন: কোন টিকটিকি উড়তে পারে?
উত্তর: ড্রাকো একমাত্র টিকটিকি যা উড়তে পারে।

প্রশ্নঃ কোন প্রাণী একটানা ৪ বছর ঘুমায়?
উত্তর: শামুক নামের একটি প্রাণী বছরের পর বছর একটানা ঘুমায়।

Advertisement

 

Advertisement