scorecardresearch
 

SBI Recruitment 2022 : SBI-তে চাকরি, ৪১ হাজার টাকা পর্যন্ত বেতন, যোগ্যতা-আবেদন কী ভাবে?

SBI Recruitment 2022: সরকারি চাকরির ভাল সুযোগ। দেশের পয়লা সারির ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-য় চাকরির ভাল সুযোগ।

Advertisement
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির ভাল সুযোগ (প্রতীকী ছবি) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির ভাল সুযোগ (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • সরকারি চাকরির ভাল সুযোগ
  • দেশের পয়লা সারির ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-য় চাকরির ভাল সুযোগ

SBI Recruitment 2022: সরকারি চাকরির ভাল সুযোগ। দেশের পয়লা সারির ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-য় চাকরির ভাল সুযোগ। সেখানে চুক্তি ভিত্তিতে চ্যানেল ম্যানেজারের ৬৪২টি পদের জন্য SBI-এর অবসরপ্রাপ্ত অফিসারদের কাছ থেকে আবেদনগুলি আমন্ত্রণ জানিয়েছে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।

এসবিআইতে চাকরি ২০২২ (SBI Recruitment 2022): অনলাইনে আবেদন
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৭ জুন। অনলাইনে আবেদন করা যাবে। যোগ্য এবং আগ্রহী সকল প্রার্থীরা SBI-এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।

এসবিআইতে চাকরি ২০২২ (SBI Recruitment 2022): শূন্যপদের বিবরণ
চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর- এনিটাইম চ্যানেলস (CMF-AC): ৫০৩টি পদ
চ্যানেল ম্যানেজার সুপারভাইজার- এনিটাইম চ্যানেলস (CMS-AC): ১৩০টি পদ
সাপোর্ট অফিসার-এনিটাইম চ্যানেলস (SO-AC): ০৮টি পদ

আরও পড়ুন: আইটিআর ফাইলের শেষ সুযোগ, জেনে নিন তারিখ

আরও পড়ুন: SIT মানছি না, তদন্তকারীদের সামনেই প্রত্যাখ্যান অনিসের বাবার

আরও পড়ুন: প্য়ান কার্ড হারিয়েছে? এগুলো করুন, সহজে পেয়ে যাবেন

এসবিআইতে চাকরি ২০২২ (SBI Recruitment 2022): কীভাবে আবেদন করবেন
SBI-এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ যান
হোমপেজে, ক্যারিয়ার ট্যাবে ক্লিক করুন
এরপর বিজ্ঞাপনটি দেখুন এবং অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করুন
রেজিস্টার করুন এবং আবেদন করার জন্য এগিয়ে যান
সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করুন
জমা দিন এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য একই হার্ড কপি রাখুন

আরও পড়ুন: 'নিরুদ্দেশ' বিরিয়ানির হাঁড়ি, খুঁজতে গিয়ে 'কিডন্যাপ' যুবক!

আরও পড়ুন: লখনউয়ে চাউমিন দিয়ে ফুচকা! দেখে তাজ্জব নেটপাড়া, ভিডিও VIRAL

এসবিআইতে চাকরি ২০২২ (SBI Recruitment 2022): বেতন

  • চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর যে এনিটাইম চ্যানেলস (CMF-AC): প্রতি মাসে ৩৬ হাজার টাকা, রিপোর্টিং অথরিটি: চ্যানেল ম্যানেজার সুপারভাইজার (CMS)
  • চ্যানেল ম্যানেজার সুপারভাইজার - এনিটাইম চ্যানেলস (CMS-AC): প্রতি মাসে ৪১ হাজার টাকা রিপোর্টিং অথরিটি: AGM (AC) নেটওয়ার্ক
  • সাপোর্ট অফিসার - এনিটাইম চ্যানেল (SO-AC): প্রতি মাসে ৪১ হাজার টাকা রিপোর্টিং অথরিটি: AGM (AC) নেটওয়ার্ক/AGM (S&P)

 

Advertisement

Advertisement