Scholarship: উপযুক্ত স্কলারশিপ (Scholarship) প্রোগ্রাম যে কোনও পড়ুয়ার জন্য একটি নির্দিষ্ট কোর্স বা প্রোগ্রাম নিয়ে লেখাপড়ার জন্য এক নয়া দিক খুলে দেয়। এর পাশাপাশি তাদের জন্য ভবিষ্যতের ক্যারিয়ারের পথও খুলে দিতে পারে।বিশেষ করে বর্তমান কোভিড-১৯ পরিস্থিতির সময়ে।
এর অনেকগুলো কারণ রয়েছে। এই কঠিন সময়ে আর্থিক সহায়তা খুবই কাজের। কারণ এই সময়ে অনেকেই চাকরি হারিয়েছেন। অনেকের আয় কমেছে। আবার কোনও পড়ুয়া হারিয়েছে তার মা-বাবা-অভিভাবককে।
করোনা অনেকের মারাত্মক ক্ষতি করেছে
করোনার ফল হয়েছে মারাত্মক। কেউ মাকে হারিয়েছেন, কেউ বাবাকে, আবার কেউ বা মা-বাবা দুজনকেই। ভারত জুড়ে শত শত শিক্ষার্থীকে আঘাত করেছে করোনা। যাদের মধ্যে অনেককে একই কারণে স্কুল বা কলেজ ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছে।
সেখান বৃত্তি তাঁদের সমস্যার সমাধান করে দিতে পারে। এই বৃত্তি এই ধরনের শিক্ষার্থীদের কাজে লাগতে পারে। যাতে তারা এই কঠিন সময়ে তাদের শিক্ষা চালিয়ে যেতে পারে।
আরও পড়ুন: তুলসী-জোয়ান চা ইমিউনিটি বাড়ায়, জানুন আর কী কী গুণ
আরও পড়ুন: নবোদয় বিদ্যালয়ে ১,৯২৫ পদে চাকরি, আবেদন-শেষ দিন কবে?
কোটাক শিক্ষা নিধি (Kotak Shiksha Nidhi)
কোটাক শিক্ষা নিধি (Kotak Shiksha Nidhi) স্কুল ও কলেজের পড়ুয়াদের কাছ থেকে আবেদন আমন্ত্রণ জানায়। যাঁরা কোভিড-১৯ (Covid-19)-এর কারণে তাঁদের পরিবারের একজন প্রাথমিক উপার্জনকারী সদস্যকে হারিয়েছে। ক্লাস ১ থেকে ডিপ্লোমা এবং স্নাতক স্তরের কোর্সে তাঁদের লেখাপড়ার জন্য
কারা এই স্কলারশিপ পাওয়ার যোগ্য
মা-বাবা দু'জনেই প্রয়াত
মা অথবা বাবার মধ্য়ে কোনও একজনকে হারানো
পরিবারের প্রাথমিক উপার্জনকারী সদস্যের ক্ষতি (মা-বাবা ছাড়া)
আবেদনকারীদের অবশ্যই ৬ থেকে ২২ বছর বয়সের মধ্যে স্কুল- বা কলেজগামী পড়ুয়া হতে হবে। অর্থাৎ, ক্লাস ১ থেকে ডিপ্লোমা বা স্নাতক কোর্স
কী সাহায্য মিলবে?
শর্তাবলী প্রযোজ্য। কোটাক শিক্ষা ফাউন্ডেশন সব সিদ্ধান্ত নেবে। কোটাক শিক্ষা নিধি বাছাই এবং কোন পড়ুয়াকে কত টাকা সাহায্য দেওয়া হবে, তা কোটাক শিক্ষা ফাউন্ডেশনের বিবেচনার ভিত্তিতে ঠিক করা হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ, ২০২২
আবেদনের মোড: শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন
ইউআরএল: https://kotakeducation.org/kotak-shiksha-nidhi/