scorecardresearch
 

জিতেন্দ্রকে নিয়ে জল্পনা ওড়ালেন বাবুল, টেনে আনলেন আসানসোলের উন্নয়ন প্রসঙ্গ

জিতেন্দ্র তিওয়ারির রাজনৈতিক অবস্থান ঘিরে রাজ্য-রাজনীতিতে জল্পনা অব্যাহত। এ নিয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি জানালেন, জিতেন্দ্র প্রসঙ্গ জল্পনার কিছু নেই। উনি এখনও তৃণমূলেই রয়েছেন বলে জানি।

Advertisement
কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ফাইল ছবি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ফাইল ছবি
হাইলাইটস
  • জিতেন্দ্র প্রসঙ্গে মুখ খুললেন বাবুল সুপ্রিয়
  • সমস্ত জল্পনা উড়িয়ে দিলেন বাবুল
  • বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান

জিতেন্দ্র তিওয়ারির রাজনৈতিক অবস্থান ঘিরে রাজ্য-রাজনীতিতে জল্পনা অব্যাহত। এ নিয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি জানালেন, জিতেন্দ্র প্রসঙ্গ জল্পনার কিছু নেই। উনি এখনও তৃণমূলেই রয়েছেন বলে জানি।

কী দাবি বাবুলের

এদিন বাবুল সুপ্রিয় বলেন, উনি আমাকে মাতৃবিয়োগের পরে ব্যক্তিগত মেসেজ করেছিলেন। এ নিয়ে জল্পনার কিছু নেই। উনি তৃণমূলের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করে দল ছেড়েছিলেন, পরে যদিও আবার যোগ দিয়েছেন। অন্তত এর ফলে আসনসোলের মানুষ জানতে পেরেছে এলাকার উন্নয়নে কী হাল হয়েছে। যে কোনও মানুষ যে কোনও হোটেলে খেতে পারেন। এ নিয়ে আলাদা করে কিছু ভাবার কথা নেই। উনি এখনও তৃণমূলেই রয়েছেন। 

আরও পড়ুন, জিতেন্দ্রকে কেন দলে নিতে আপত্তি ? বাবুলের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বৈঠক

বিজেপিতে যোগদান

মাতৃ বিয়োগের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় এদিন আসানসোলে আসেন। আসানসোলে শীতলা এলাকায় জেলা বিজেপি কার্যালয়ে বিভিন্ন দল ছেড়ে বেশ কয়েকজন মহিলা বিজেপিতে যোগদান করলেন। এদিন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপি যোগদান করান। প্রসঙ্গত এদিন তিনি জেলা বিজেপি কার্যালয়ে এক বৈঠকও করেছেন। এই বৈঠকে বাবুল সুপ্রিয় ছাড়াও বিজেপির রাজ্য নেতা নির্মল কর্মকার, বিজেপির আসানসোল জেলা সভাপতি লক্ষন ঘোড়ুই সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে এই বৈঠকে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে বেশ কয়েকজন মহিলা অনান্য দল ছেড়ে বাবুল সুপ্রিয়র হাত ধরে বিজেপিতে যোগদান করেন।

তৃণমূলকে কটাক্ষ বাবুলের

২০২১ এ তৃণমূলকে আরব সাগরে ফেলা হবে। এদিন আসানসোল শীতলা এলাকায় বিজেপি কার্যালয়ে কার্যত এই ভাষাতেই তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন তিনি রাজ্যপাল ইস্যুতে তৃণমূলকে কড়া ভাষায় বিঁধলেন। তিনি বলেন, রাজ্যপাল একাধিকবার তলব করলে কোনও সরকারি আমলা সাড়া দেন না। সেটা নিয়ে প্রতিবাদ জানালেই তাঁকে বলা হচ্ছে বিজেপির লোক। এটা তৃণমূলের দ্বারাই সম্ভব। তৃণমূলের মতোই পার্টি রাজ্যপালকে রাজনৈতিক দূত বা এই ধরনের অপমানকর শব্দ ব্যবহার করার অনুমতি দেয়।

Advertisement

Advertisement