scorecardresearch
 

West Bengal Election 2021 : দলের রণকৌশল ঠিক করতে রবিবার কলকাতায় আসছেন RJD-র তেজস্বী

আরজেডি (RJD) সূত্রে খবর, ২৮ ফেব্রুয়ারি দলের রাজ্য কমিটির বৈঠক। সেখানে তিনি উপস্থিত থাকবেন। ওইদিন অসম থেকে তেজস্বী যাদব (Tejashwi Yadav) এখানে আসবেন। দলের রণকৌশল কী হতে পারে, তা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে ওইদিন।

Advertisement
তেজস্বী যাদব তেজস্বী যাদব
হাইলাইটস
  • রবিবার বাংলায় আসতে চলেছেন আরজেডি নেতা, বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব
  • রাজ্যের বিধানসভা ভোটে দলের কী অবস্থান, তা ঠিক করতেই তিনি আসছেন বলে জানা গিয়েছে
  • আরজেডি সূত্রে খবর, ২৮ তারিখ দলের রাজ্য কমিটি

রবিবার বাংলায় আসতে চলেছেন আরজেডি নেতা, বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। রাজ্যের বিধানসভা ভোটে দলের কী অবস্থান, তা ঠিক করতেই তিনি আসছেন বলে জানা গিয়েছে। তিনি দু'দিনের সফরে বাংলায় আসছেন।

আরজেডি (RJD) সূত্রে খবর, ২৮ ফেব্রুয়ারি দলের রাজ্য কমিটির বৈঠক। সেখানে তিনি উপস্থিত থাকবেন। ওইদিন অসম থেকে তেজস্বী যাদব (Tejashwi Yadav) এখানে আসবেন। দলের রণকৌশল কী হতে পারে, তা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে ওইদিন।

তার পরের দিন, ২৯ তারিখ কালীঘাটে পুজো দিয়ে চলে যাবেন পটনা। আরজেডি (RJD) রাজ্য সভাপতি বৃন্দা রাই জানান, ২৮ তারিখ তেজস্বী যাদব (Tejashwi Yadav) আসছেন। তিনি দলের রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন।

এ রাজ্যে আরজেডি (RJD) দীর্ঘদিন ধরে রয়েছে বামফ্রন্টের সঙ্গে। বিধানসভা ভোটে ফ্রন্টের হয়ে লড়ে তারা। বিহার বিধানসভা ভোটে আরজেডি, কংগ্রেস, বামেরা সেখানে একসঙ্গে লড়েছিল। ফলাফলও ভাল হয়েছিল।

তবে এবার আরজেডি (RJD) বাংলার বিধানসভা ভোটে বামেদের সঙ্গে থেকে লড়বে, না অন্য কিছু করবে, তা এখনও ঠিক হয়নি। তারা তৃণমূলের সঙ্গে আলোচনা করেছে। তারা যতগুলি আসন চাইছে, তা দিলে তারা তৃণমূলের সঙ্গে জোট করতে পারে বলে জানা গিয়েছে। তবে সে ব্য়াপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

লালুপ্রসাদ যাদব (Laloo Prasad Yadav)-এর দলের এক প্রতিনিধি দল এ ব্য়াপারে ইতিমধ্যে তৃণমূলের সঙ্গে কথাও বলেছে। জানা গিয়েছে, তাদের দাবি মানতে নারাজ তৃণমূল। তাই তারা বামফ্রন্টে থেকেই লড়তে চায়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতারা।

দল সূত্রে আরও জানা গিয়েছে, এ রাজ্যের আরজেডি (RJD) নেতারা বামেদের সঙ্গেই থাকতে চান। সে ব্য়াপারে দলের শীর্ষ নেতাদের জানানো হয়েছে। সে নিয়ে আলাপ-আলোচনা চলছে। বিহার বিধানসভা ভোটের ভাল ফলাফল দেখে তারা এ রাজ্যে অন্য বারের থেকে বেশি আসনে লড়তে চায়।

Advertisement

বামফ্রন্ট যদি তাতে মান্যতা দিয়ে দেয়, তা হলে আর কোনও সমস্যা হবে না। ২৮ ফেব্রুয়ারি বামে-কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। সেখানে আরজেডি (RJD) যোগ দিচ্ছে না বলেই খবর। কারণ ওই দিন বিকেলের দিকে দলের রাজ্য কমিটির বৈঠক।

 

Advertisement