scorecardresearch
 

West Bengal election 2021 : বামেদের ব্রিগেডে আসছে ISF! বক্তা তালিকায় রয়েছেন আব্বাসও

২৮ তারিখ বামেদের ব্রিগেড। সেই ব্রিগেডে এবার দেখা যাবে আব্বাস সিদ্দিকীর দল আইএসএফকেও। ব্রিগেডের বক্তা তালিকা রয়েছেন আব্বাসও। এদিন সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন আব্বাস সিদ্দিকী। সেই সঙ্গে তিনি বলেন, বামেদের সঙ্গে সমঝোতা প্রায় হয়ে গেছে। কংগ্রেসের সঙ্গে আলোচনা চলছে। 

Advertisement
আব্বাস সিদ্দিকী। ফাইল ছবি আব্বাস সিদ্দিকী। ফাইল ছবি
হাইলাইটস
  • বামেদের ব্রিগেডে আসছেন আব্বাস সিদ্দিকী
  • এখন চলছে আসন নিয়ে আলোচনা
  • সাংবাদিক বৈঠকে জানালেন আব্বাস

২৮ তারিখ বামেদের ব্রিগেড। সেই ব্রিগেডে এবার দেখা যাবে আব্বাস সিদ্দিকীর দল আইএসএফকেও। ব্রিগেডের বক্তা তালিকা রয়েছেন আব্বাসও। এদিন সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন আব্বাস সিদ্দিকী। সেই সঙ্গে তিনি বলেন, বামেদের সঙ্গে সমঝোতা প্রায় হয়ে গেছে। কংগ্রেসের সঙ্গে আলোচনা চলছে। 

২৮ তারিখ ব্রিগেডে আইএসএফ

আব্বাস সিদ্দিকি বলেন, জোট নিয়ে সমস্যা অনেকটা এগিয়েছে। বামেদের সঙ্গে একটি সমঝোতা হয়েছে। আমরা ৩০টা সিট পেয়েছি। কংগ্রেসের সঙ্গে আলোচনা এখনও চলছে। ব্রিগেড করব আমাদের অনেকদিনের স্বপ্ন ছিল।  আমরাও চিন্তা ভাবনা করে দেখলাম ২৮ তারিখ ব্রিগেডে সবার আসা দরকার। এই জন্য এই দিনটিতে সকলকে আসার জন্য আহবান জানাচ্ছি। আইএসএফের সকল কর্মীদের এই দিন ব্রিগেডে যাওয়ার আবেদন জানান তিনি। প্রতি দল থেকে ৩জন করে থাকবেন। একজন বক্তা থাকবেন তার মধ্যে থেকে। আমার নাম সেখানে রয়েছে। আজ সন্ধ্যাবেলায় আবার আমাদের বৈঠক হবে। 

আরও পড়ুন, 'নলেজ সিটির নামে অনেক টাকা তুলেছেন, হিসেব দিন', আব্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ত্বহার

জোট প্রসঙ্গে আব্বাস

জোটের বিষয়ে আব্বাস বলেন, আসলে আমরা ৭০থেকে ৮০টা সিটের তালিকা দিয়েছিলাম। তার মধ্যে বামেরা ৩০টা দিয়েছেন। আরও ৪-৫টার বিষয়ে কথা চলছে। কংগ্রেসও যদি ২৫-৩০টা আসন দিয়ে দেয়, তাহলে তো সমস্যা মিটে যায়। ইঙ্গিতপূর্ণ ভাবে আব্বাস বলেন, যদি কেউ মনে করেন দক্ষিণবঙ্গে জোট হবে, উত্তরবঙ্গে হবে না, এটা তো হতে পারে না। জোট হতে সব জায়গায় হবে। জোট হবে এটা আমরা চাইব। এতে ভোট ভাগাভাগি না হলে একটা জায়গা পড়বে। আমরা দরজা খুলে রেখেছি। 

মিম প্রসঙ্গে আব্বাস

মিম প্রসঙ্গে আব্বাস বলেন, মিমের বিষয়টা আলোচনার টেবিলে রয়েছে। আগে আমাদের বিষয়টা সমধান হোক। পরবর্তীতে ওই বিষয়টা নিয়ে ভাবা যাবে। কারণ মনে রাখতে হবে আমাদের কোনও ভুলের জন্য যেন বিহারের বিধানসভার মতো অবস্থা না হয়ে যায়। আমাদের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে মিমের সঙ্গে আলোচনা করার। বাকি আলোচনা চলছে।

Advertisement

Advertisement