scorecardresearch
 

AAP Padarpan Yatra in Kolkata : দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবিতে কলকাতায় আপের মিছিল, সাড়া ফেলল?

AAP Padarpan Yatra in Kolkata: পঞ্জাব বিধানসভা ভোট (Punjab Assembly Elections 2022)-এর জয়ের আনন্দ পালন করতে বাংলায় পথে নামল আম আদমি পার্টি (Aam Aadmi Party) বা আপ (AAP)। রবিবার কলকাতায় 'পদার্পণ যাত্রা' (Padarpan Yatra)-র ডাক দিয়েছিল দল।

Advertisement
অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল
হাইলাইটস
  • পঞ্জাব বিধানসভা জয়ের আনন্দে বাংলায় পথে নামল আম আদমি পার্টি (আপ)
  • রাজ্যে সংগঠন আরও পোক্ত করার কাজও শুরু করে দিয়েছে
  • গিরিশ পার্ক থেকে শুরু হয় মিছিল, যায় ধর্মতলা পর্যন্ত, নাম 'পদার্পণ যাত্রা'

AAP Padarpan Yatra in Kolkata: পঞ্জাব বিধানসভা ভোট (Punjab Assembly Elections 2022)-এর জয়ের আনন্দ পালন করতে বাংলায় পথে নামল আম আদমি পার্টি (Aam Aadmi Party) বা আপ (AAP)। রবিবার কলকাতায় মিছিলের ডাক দিয়েছিল তারা। রাজ্যে সংগঠন আরও পোক্ত করার কাজও শুরু করে দিয়েছে। 

কলকাতায় পদার্পণ যাত্রা
আর সেই লক্ষ্য়ে রবিবাসরীয় বিকেলে পথের দখল নিল তারা। কলকাতায় বিজয় মিছিলের ডাক দেওয়া হয়েছিল। গিরিশ পার্ক থেকে শুরু হয়। যায় ধর্মতলা পর্যন্ত। নাম 'পদার্পণ যাত্রা' (Padarpan Yatra)। সেখান থেকে পঞ্জাব বিধানসভা ভোট (Punjab Assembly Elections 2022)-এ দল (Aam Aadmi Party)-এর জয় উদযাপন করা হল, দুর্নীতিমুক্ত প্রশাসনের ডাকও দেওয়া হল। দিল্লির মুখ্যমন্ত্রী, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal)-এর নামে জয়ধ্বনি দেওয়া হল। সাদা টুপি, মুখে মাস্ক পরা মিছিল এগিয়ে গেল টুকটুক করে। 

আরও পড়ুন: মমতার সঙ্গে অভিষেকের সংঘাত তৈরি হয়েছে?

পঞ্জাবে কংগ্রেস, বিজেপি, শিরোমণি অকালি দলের মতো পার্টিকে হেলায় হারিয়েছে তারা। এই ফলাফলে দলের বাংলার নেতা-কর্মীরা উজ্জ্বীবিত, সন্দেহ নেই। পঞ্জাব বিধানসভা ভোট (Punjab Assembly Elections 2022)-এর ফল ঘোষণার দিনই আম আদমি পার্টি জানিয়ে দিয়েছিল পরের লক্ষ্য বাংলা।

aap arvind kejriwal punjab assembly elections

ঘটনা হল, দিল্লিতে প্রথম বার রাজ্য সরকার তৈরির পর তারা বাংলায় সংগঠন তৈরির কাজে নেমেছিল। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক করে কর্মসূচি থেকে সদস্য সংগ্রহের কাজে নেমেছিল। বেশ সাড়াও মিলেছিল। তবে মাঝে সেই কাজে ভাঁটা পড়েছিল। এ কথা মেনে নিচ্ছে দলের একাংশ।

পঞ্জাব থেকে বাড়তি রসদ
এ কথা বলার অপেক্ষা রাখে না পঞ্জাব যেন বাড়তি অক্সিজেন দিয়েছে। সেখানে বিধানসভা ভোট (Punjab Assembly Elections 2022)-এ আপ (Aam Aadmi Party)-এর ভাল ফলাফল নিয়ে অনেকেই আশাবাদী ছিলেন। তা যে এত বড়সড় হবে, ভাবা যায়নি।

Advertisement

পঞ্জাব বিধানসভা ভোট (Punjab Assembly Elections 2022)-এর ফল প্রকাশের পর দেখা গিয়েছে বাংলার বিভিন্ন অংশে তাঁদের কর্মী-সমর্থকেরা যেন নয়া তাগিদ পেয়েছেন। তাঁরা নেমে পড়েছেন মাঠে। বিভিন্ন প্রান্তে পোস্টার লাগানোর কাজ করেছেন তাঁরা।

দলের তরফ থেকে জানানো হয়েছে, ওই কর্মসূচি তাঁদের বিজয় উৎসব। ৮০ শতাংশের বেশি আসন পেয়ে পঞ্জাবে দল জিতেছে। এবার বাংলার পঞ্চায়েত ভোটের লড়াইয়ের শুরু। তাই পদার্পণ যাত্রা। দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু হচ্ছে।

এখন রাজ্য়ে ১৬-১৭টি জেলায় তাঁদের কমিটি রয়েছে। যেগুলো বাকি, সেগুলো তাড়াতাড়ি গড়ে ফেলা হবে। তৈরি করা হবে রাজ্য কমিটিও। আপ (Aam Aadmi Party)-এর দাবির একাবের প্রথমে রয়েছে দুর্নীতিমুক্ত প্রশাসন। রাজ্য়ে দুর্নীতি পেশেদারি জায়গায় চলে গিয়েছে বলে অভিযোগ তাদের। এর বিরুদ্ধে লাগাতার লড়াই-আন্দোলন চালানো হবে। তারই প্রথম পদক্ষেপ এই মিছিল।

 

Advertisement