WB Assembly Koustav Bagchi: বিধানসভার অধ্যক্ষ সম্পর্কে মন্তব্য করায় কংগ্রেস নেতা, আইনজীবী কৌস্তুভ বাগচীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠানো হল। জানা গিয়েছে, কিছুদিন আগে তিনি কিছু মন্তব্য করেছিলেন। তারই প্রেক্ষিতে বিধানসভা থেকে তাঁর কাছে নোটশ পাঠানো হয়েছে।
কৌস্তুভ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন এবং সেখানে এ ব্য়াপারে জানিয়েছেন। আইন মোতাবেক যা করার করব জানিয়েছেন তিনি। এর পাশাপাশি জনপ্রিয় সিনেমার সংলাপ ধরা করে বলেছেন, "ঝুকেগা নেহি!"
ফেসবুকে ভিডিও পোস্ট করেছেন
ফেসবুক ভিডিওতে কৌস্তুভ বলেছেন, "বিকেলে কোর্ট থেকে বাড়ি ফেরার পর দেখলাম বাড়িতে বিধানসভা থেকে চিঠি এসেছে। খানিকটা অবাক হলাম, আমার তো ভাই শূন্য পাওয়া দল। বিধানসভা থেকে আমন্ত্রণপত্র আসার কী কারণ। চিঠি খুলে দেখলাম, নোটিশ ফর অ্য়ালেজেড ব্রিচ অফ প্রিভিলেজ। পাতি কথায় বলতে গেলে প্রিভিলেজ মোশনের একটা নোটিশ। সেখানে আমাকে জবাবদিহি করতে বলা হয়েছে। সেটা আইন মোতাবেক যা করার করব।"
আরও পড়ুন: ৩০ বছর বয়সের আগে মেয়েদের এই ১০ কাজ সেরে ফেলা দরকার
আরও পড়ুন: রাজ্যপালের ভাষণের সময় 'দুর্ব্যবহার', বিধানসভায় সাসপেন্ড ২ BJP MLA
আরও পড়ুন: Zoom কলে চাকরি খেয়েছিল, সেই Better.com ফের ৩ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে
অত্য়ন্ত আহ্লাদিত
তিনি বলেছেন, "এই সমস্ত নোটিশগুলো পাওয়ার পর অনেকে ভাববেন আমি আতঙ্কিত, আমি আতঙ্কগ্রস্ত। একদম না। আমি অত্য়ন্ত আহ্লাদিত। আমি আনন্দিত। আমার কথায়, আমার অভিযোগের তির যে শাসককে বিদ্ধ করতে পেরেছে, এতে আমি আহ্লাদিত, আনন্দিত। আমার মতো এক সাধারণ কংগ্রেস কর্মীর কথায় শাসকদল এত ভয় পাচ্ছে, এটা জেনে আমার অত্যন্ত আনন্দ লাগছে।"
ওই ভিডিওতে তিনি বলেছেন, "একটা কথা বলি আমাকে ভয়-ভীতি দেখিয়ে লাভ নেই। কৌস্তুভ বাগচীর মেরুদণ্ডটা অত্য়ন্ত শক্ত। হাজারো প্রেশারে আমাকে দিয়ে পতাকা ধরিয়ে উন্নয়নের যজ্ঞে ঝাঁপ দেওয়া যাবে না। যেখানে ছিলাম, সেখানে আছি, সেখানেই থাকব। মেরুদণ্ডটা অত্যন্ত সোজা। বাপ-মায়ের শিক্ষা অত্য়ন্ত দৃঢ়। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও মাথা নোয়াব না। পুষ্পার কথায় বলতে গেলে, ঝুকেগা নেহি।"
অভিযোগ, এর আগে বিধানসভা পরিচালনা নিয়ে বিধানসভার বাইরে অধ্যক্ষের সমালোচনা করেছিলেন কংগ্রেস নেতা-বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ। পরে স্বাধিকার ভঙ্গের দায়ে তাঁর সাজা হয়েছিল।