scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Health Tips: নখের রং বলে দেবে আপনি কতটা অসুস্থ!

নখ
  • 1/8

নখ দিয়ে যায় চেনা...। চেনা যায় বৈকি! শরীরে যদি কোনও বিশেষ রোগ বাসা বাঁধে, তা সহজেই চিনিয়ে দেবে আপনার নখ। কোনও রোগ হলে তার প্রভাব সারা শরীরে পড়ে। নখও বাদ যায় না। ভালো করে লক্ষ্য করলে সহজেই বুঝতে পারবেন, আপনার শরীরে কী রোগ বাসা বেঁধে রয়েছে। আগাম নজর দিলে দুরারোগ্য রোগ থেকেও মুক্তি পেতে পারেন।

ভাঙা নখ
  • 2/8

ভাঙা নখ - ব্রিটল নেলস বা বার বার নখ ভাঙার সমস্যা থাকলে বুঝতে হবে নখ খুব ভঙ্গুর হয়ে গিয়েছে। এটা জানান দেয় শরীরে যথাযথ পুষ্টির অভাব রয়েছে।

ফ্যাকাশে নখ
  • 3/8

ফ্যাকাশে নখ - অধিক বয়সে নখের রং ফ্যাকাশে হয়ে যাওয়া স্বাভাবিক। তবে কম বয়সে হলে কিছু জটিল রোগের জানান দেয়, যেমন অ্যানিমিয়া, অপুষ্টি, লিভারের সমস্যা এবং গুরুতর হার্টের সমস্যা। ফ্যাকাশে নখের সঙ্গে যদি শরীরে কোনও উদ্বেগ থাকে তবে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন।

Advertisement
সাদা নখ
  • 4/8

সাদা নখ - কোনও আঘাত লাগার ফলে নখে সাদা দাগ হতে পারে। কিন্তু যদি আপনার নখ আস্তে আস্তে সাদা হতে থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিন। সাদা নখের উপরের দিকে যদি গোলাপি লাইন দেখা যায় তবে এটা লিভারের অসুখ, ক্রনিক কিডনির সমস্যা এবং কনজেসটিভ হার্ট ফেইলিয়র-এর মতো অসুখের সংকেত।

হলুদ নখ
  • 5/8

হলুদ নখ - সাধারণত ফাঙ্গাল ইনফেকশনের কারণে হলুদ নখ দেখা যায়। এ ধরনের নখ সোরায়সিস, খাইরয়েড এবং ডায়াবিটিসের সংকেত দেয়। ইয়োলো নেইল সিনড্রোম (YNS) নামে এখ দুর্ল্ভ অসুখেরও প্রতীক হতে পারে যাঁধের এর সঙ্গে ফুসফুসের সমস্যা বা প্রতি দিন হাত-পা ফোলার মতো লক্ষণ থাকে। যদিও ভিটামিন ই-এর সাহায্যে সহজেই এর চিকিৎসা সম্ভব।

নীল নখ
  • 6/8

নীল নখ - এর অনেক কারণ হতে পারে। ডাক্তারি ভাষায় একে ব্লু পিগমেন্টেশন নেইলস বলা হয়। সাধারণ রুপোর সংস্পর্শে বেশি থাকলে এটা হতে পারে। এ ছাড়া ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, হৃদস্পন্দন নিয়ন্ত্রণকারী ওষুধ এবং লিভারের ওষুধের কারণেও নখ নীল হতে পারে।

নখে ছোট ছোট গর্ত হওয়া
  • 7/8

নখে ছোট ছোট গর্ত হওয়া - এটা সোরায়সিস রোগের লক্ষণ। সাধারণ ডার্মাটাইটিস রোগীদের নখে এটা দেখা যেতে পারে। এটা ত্বকের একটি রোগ যাতে চামড়ায় গোল চাকা দাগ, প্রচণ্ড চুলকুনি, জ্বালা এবং ফোলা ভাব থাকে।

Advertisement
নখের নীচের দিকে গাঢ় রং
  • 8/8

নখের নীচের দিকে গাঢ় রং - নখের নীচের দিকে যদি গাঢ় খয়েরি বা কালো রঙের দাগ দেখা যায় তবে তা স্কিন ক্যানসারের লক্ষণ হতে পারে। এ ছাড়াও নানা কারণে তা হতে পারে। তবে ক্যানসার কিনা তা জানার জন্য বায়োপ্সি করাতে হবে। ছোট ছোট সংকেত বড় রোগের জানান দিতে পারে। তাই অদেখা না করে চিকিৎসকের পরামর্শ নিন।

Advertisement