সারা বিশ্বে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে টিকাকরণে জোর দেওয়া হয়েছে। টিকা নেওযার আগে এবং পরে বিশেষ কিছু কাজ না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সম্প্রতি রাশিয়ায় টিকা নেওয়ার পর অন্তত তিন দিন সেক্স না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
ডেইলি মেলের রিপোর্ট অনুযায়ী, রাশিয়ার সেরোটোভ প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ডা. ডেনিস গ্রেফার জানিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার পর অন্তত তিন দিন কঠিন পরিশ্রম হয় এমন কাজ না করার পরামর্শ দিয়েছএন। যার মধ্যে সেক্সও রয়েছে।
এর আগে রাশিয়ায় টিকাকরণের আগে এবং পরে মদ্যপান এবং ধূমপানের উপরেও নানা বিধিনিষেধের পরামর্শ দেওয়া হয়েছিল। রাশিয়ায় আপাতত ভ্যাকসিনেশনের হার খুব কম। দেশের মোট জনসংখ্যার মাত্র ১৩ শতাংশ মানুষ এত দিনে করোনা ভ্যাকসিনের দুটি ডোজ পেয়েছেন।
একটি সাংবাদিক সম্মেলনে ডা. গ্রেফার বলেন, 'সকলেই জানেন সেক্স করার সময় প্রচুর এনার্জি ব্যয় হয়। এ কারণেই ভ্যাকসিন নেওয়ার সেক্সের মতো ফিজিকাল অ্যাক্টিভিটি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।'
যদিও ডা. গ্রেফারের এই বয়ানের বেশ সমালোচনা হয়েছে সংবাদ মাধ্যমে। সিনিয়র মেডিক্যাল অফিশিয়াল ওলেগ কোস্টিন জানিয়েছেন, তিনি এই মতবাদের সঙ্গে একমত নন।
কোস্টিন বলেন, 'টিকা নেওয়ার পর যৌন সঙ্গম একেবারে বন্ধ না করে সাবধানতার সঙ্গে করা উচিত। শুধুমাত্র খেয়াল রাখতে হবে, যাতে এটা বেশি না হয়ে যায়।'
ভারতে টিকাকরণের পর এমন কোনও বিষয় গাইডলাইনে বলা হয়নি। যদিও ইউনিসেফের তরফ থেকে ভ্যাকসিনেশনের পর কিছু বিষয়ে খেয়াল রাখতে বলা হয়েছে। যাতে ২-৩ দিন ভারী কাজ করতে নিষেধ করা হয়েছে।