Zodiac: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রাশিচক্র থেকে যে কোনও ব্যক্তির স্বভাব সহজেই জানা যায়। কিছু রাশির জাতক জাতিকারা খুব হাসিখুশি প্রকৃতির হয়, আবার কেউ খুব গম্ভীর। এর কারণ হিসাবে বলা হয়ে থাকে যে, প্রত্যেক রাশির আলাদা আলাদা স্বামী গ্রহ থাকে। সেই গ্রহ অনুযায়ী কোনও জাতকের প্রাথমিক স্বভাব এবং চরিত্র নির্ধারিত হয়ে যায়। একই ভাবে, কিছু রাশি রয়েছে যেগুলিতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা একগুঁয়ে প্রকৃতির বলে মনে করা হয়। এরা খুব সংকল্পবদ্ধ হন। একবার যে কাজটি করার কথা ভাবেন, তা করেই ছাড়েন। জেনে নিন কোন কোন রাশি রয়েছে তালিকায়।
মেষ ARIES
এই রাশির মানুষরাও খুব জেদি প্রকৃতির হন। এরা তাদের জেদ চরিতার্থ করতে যে কোন পর্যায়ে যেতে পারেন। তাদের একগুঁয়ে স্বভাব কখনও কখনও এদেরই ক্ষতি করে ফেলে। তবে ক্ষতি হোক বা না হোক, জেদ থেকে এক ইঞ্চিও সরতে রাজি নন এই জাতকরা।
বৃষ TAURUS
এই রাশির জাতকরা সবচেয়ে জেদি প্রকৃতির বলে মনে করা হয়। এদের জেদ একটু অন্য মাত্রার হয়। একবার যে কাজটি করার সিদ্ধান্ত নেন, তা না করা পর্যন্ত এদের শান্তি নেই। এরা একবার কোনও কাজ করার সিদ্ধান্ত নিলে পিছিয়ে যান না। এরা তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে।
সিংহ LEO
এই রাশির জাতকরা খুব জেদি প্রকৃতির হন। তাদের উপর সূর্যের বিশেষ প্রভাব রয়েছে। এরা শৃঙ্খলাবদ্ধ হন। এরা নিজের শর্তে জীবনযাপন করতে ভালোবাসেন। সেখানে কারও হস্তক্ষেপ মানতে পারেন না। এরা খুব সামাজিক প্রকৃতিরও হন। কিন্তু তাই বলে এদের স্বভাব দেখে উপর থএকে কিছউই বুঝতে পারবেন না এরা জেদের জন্য কী কী করতে পারেন।
বৃশ্চিক SCORPIO
এই রাশির জাতকরা তাদের লক্ষ্য অর্জনে খুব দৃঢ় সংকল্পবদ্ধ। যে লক্ষ্য নির্ধারণ করে ফেলেন, সেগুলো পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করেন। তারা একবার সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত থেকে কেউ তাদের টলাতে পারবে না। জেদের সঙ্গে এদের একটি বাজে স্বভাবও থাকে। এদের ব্যবহার মাঝে মধ্যে অত্যন্ত রুক্ষ এবং মুখরা। জেদের বশে এরা অন্যের ক্ষতি করতে বিন্দুমাত্র ভাবেন না।
** এই প্রতিবেদন সার্বিক গণনার ভিত্তিতে লেখা। ব্যক্তি বিশেষে ফল ভিন্ন হতে পারে।