scorecardresearch
 

India Tour Of Bangladesh: বাংলাদেশ সফরের আগেই বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া, ছিটকে গেলেন এই তারকা

India Tour Of Bangladesh: বাংলাদেশ সফর শুরুর আগেই ধাক্কা, ছিটকে গেলেন এই তারকা। ফলে এখন বিপাকে টিম ইন্ডিয়া। তার বদলে কাকে নিচ্ছে টিম ইন্ডিয়া।

Advertisement
ছিটকে গেলেন মহম্মদ শামি ছিটকে গেলেন মহম্মদ শামি
হাইলাইটস
  • বাংলাদেশ সফর শুরুর আগেই ধাক্কা,
  • ছিটকে গেলেন এই মহাতারকা পেসার
  • বদলি হিসেবে যাচ্ছেন উমরান মালিক
India Tour Of Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে টিম ইন্ডিয়া (Team India) একটা বড় ধাক্কা অভিজ্ঞ সিনিয়র বোলার মহম্মদ শামি (Mohammad Shami) চোখের কারণে ওয়ানডে সিরিজ থেকে বাইরে হয়ে গিয়েছে। শামির এই চোট কাঁধে লেগেছে বলে জানা গিয়েছে। বিসিসিআই (BCCI) টুইট করে এই বিষয়টি সম্পর্কে তথ্য দিয়েছে বাংলাদেশ (Banglsdesh) সফরে ভারতের তিন ওয়ানডে এবং দুটি টেস্ট খেলার কথা রয়েছে। ওয়ানডে সিরিজের শুরুতে ৪ ডিসেম্বর অর্থাৎ রবিবার থেকে হওয়ার কথা।

উমরান মালিক সুযোগ পাচ্ছেন

বিসিসিআই প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে দ্রুতগতি বোলার মহম্মদ শামি বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ট্রেনিং এর সময় কাঁধে চোট পেয়েছেন। তিনি আপাতত এনসিএতে মেডিকেল টিমের তত্ত্বাবধানে থাকবেন এবং তার চিকিৎসা চলবে। তিনি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না। ভারতীয় নির্বাচকরা উমরান মালিককে শামির জায়গায় নির্বাচন করেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর পর মহম্মদ শামি সমেত রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কে এল রাহুলের মতো সিনিয়র খেলোয়াড়দের নিউজিল্যান্ড সফরে জন্য ব্রেক দেওয়া হয়েছিল। মহম্মদ শামি ওয়ানডে এবং টেস্টের দুটিতেই ছিলেন। এবং বুমরার অনুপস্থিতিতে নেতৃত্বের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এখন তিনি ওয়ানডে সিরিজ থেকে বাইরে হয়ে গিয়েছেন টেস্ট সিরিজে তিনি খেলতে পারবেন কি না, তারপরে শারীরিক পরিস্থিতি দেখে জানানো হবে।


টেস্ট সিরিজের থেকেও বাইরে চলে যেতে পারেন

যদি শামির চোট গভীর হয়, তাহলে ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা দুই ম্যাচের টেস্ট সিরিজও তিনি খেলতে পারবেন না। একটা সূত্রের খবরে জানা গিয়েছে যে, শামি তিন ওয়ানডে ম্যাচে থেকে বাইরে চলে যাওয়া একটা গুরুত্বপূর্ণ একটার অবশ্যই কিন্তু বড় চিন্তা হল টেস্ট সিরিজ নিয়ে। ভারতীয় টিম এই সময়ে মীরপুরে রয়েছে। যেখানে শুক্রবার ভারতীয় দল অনুশীলন করেছে।

Advertisement

ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠী, রিসব পন্ত, (উইকেট রক্ষক) ঈশান কিষণ (উইকেট রক্ষক) ,স শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, দীপক চাহার, উমরান মালিক এবং কুলদীপ সেন।

 

Advertisement