scorecardresearch
 

Indian Rail Linen Bed sheet Blanket Supply : চালু হলেও ট্রেনে কেন মিলছে না বেডরোল? জানাল রেল

Indian Rail Linen Bed sheet Blanket Supply: চালু হওয়ার পরও চাদর-কম্বল মিলছে না বলে অভিযোগ। এ ব্য়াপারে নিজেদের অবস্থান স্পষ্ট করল রেল। করোনার কারণে এই পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। তবে ফের তা চালু হয়েছে। কিন্তু সঠিক মান নিশ্চিত করতে ধাপে ধাপে তা করা হচ্ছে। তাই এই পরিস্থিতি।

Advertisement
ট্রেনে বেডরোল কেন মিলছে না জানাল রেল (প্রতীকী ছবি) ট্রেনে বেডরোল কেন মিলছে না জানাল রেল (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • চালু হওয়ার পরও রেলে চাদর-কম্বল মিলছে না বলে অভিযোগ
  • এ ব্য়াপারে নিজেদের অবস্থান স্পষ্ট করল রেল
  • ধাপে ধাপে তা করা হচ্ছে, তাই এই পরিস্থিতি

Indian Rail Linen Bed sheet Blanket Supply: চালু হওয়ার পরও চাদর-কম্বল মিলছে না বলে অভিযোগ। এ ব্য়াপারে নিজেদের অবস্থান স্পষ্ট করল রেল। করোনার কারণে এই পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। তবে ফের তা চালু হয়েছে। কিন্তু সঠিক মান নিশ্চিত করতে ধাপে ধাপে তা করা হচ্ছে। তাই এই পরিস্থিতি।

রেল জানাচ্ছে, তাদের প্রচুর নতুন কাপড়-চাদর জোগাড় করতে হচ্ছে। কারণ প্রচুর পুরানো স্টক পরিষেবার অযোগ্য হয়ে পড়েছে। গত দুই কোভিড বছরে সেগুলো ব্যবহার না হওয়ার ফলে এই সমস্যা। পরিষেবা ১০০ শতাংশ ফিরিয়ে আনতে রেল ওভারটাইম কাজ করছে।

বেশ কিছুদিন বন্ধ থাকার পর ভারতীয় রেল (Indian Railways)-এ আবারও ফিরেছে ট্রেনের বগির জানলার পর্দা ও সুতির চাদর, বালিশ পরিষেবা। এমনই সিদ্ধান্ত নিয়েছে রেল (Indian Railways)। করোনা সংক্রমণের কারণে তা বন্ধ রাখা হয়েছিল। এখন নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে তা ফিরিয়ে আনতে হবে।

এল ফিরে
কোভিড বিধিনিষেধ গোটা দেশেই আগের তুলনায় অনেক শিথিল করেছে সমস্ত রাজ্য সরকার সহ দেশের কেন্দ্রীয় সরকার। সেই ব্যবস্থার অঙ্গ হিসাবে ভারতীয় রেল বোর্ড (Railway Board)-এর তরফ থেকে ফের ট্রেনের বগির জানলার পর্দা, সুতির চাদর, বালিশ পরিষেবা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

রেল বোর্ড যা জানাচ্ছে
বৃহস্পতিবার ভারতীয় রেল বোর্ড (Railway Board)-এর ডিরেক্টর প্যাসেঞ্জার মার্কেটিংয় ভিপুল সিঙ্ঘল রেলের সমস্ত জোনাল ম্যানেজারদেরকে কাছে এ ব্য়াপারে চিঠি দিয়েছেন। তাতে উল্লেখ করেন, কোভিডের জন্য ট্রেনের বগির জানলার পর্দা, সুতির চাদর ও বালিশ পরিষেবার ওপরে যে নিষেধাজ্ঞা চাপানো ছিল তা তুলে নেওয়া হচ্ছে। 

২০২০ সালের ৫ এবং ২০২১ সালের ১০ মে যে নির্দেশিকা অনুযায়ী দূরপাল্লার যাত্রীদের জন্য ট্রেনের বগির জানলার পর্দা, সুতির চাদর, বালিশ পরিষেবা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় রেল। এবার থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হল।

Advertisement

ফলে ফের এই পরিষেবা ভারতীয় রেল (Indian Railways)-এর সব ক্ষেত্রেই চালু হতে চলেছে। এই ব্যবস্থা অবিলম্বে চালু করার সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলেই ওই চিঠিতে তিনি রেলের সব জোনাল ম্যানেজারদের নির্দেশ দেন।

করোনার জেরে লকডাউন, বন্ধ ছিল রেল
করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের মার্চ মাসে দেশে লকডাউন ঘোষণা করা হয়েছিল। সে সময় জরুরি পরিষেবা বাদল দিয়ে প্রায় সব কিছুই বন্ধ করতে হয়েছিল। লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার ট্রেন- সবই বন্ধ রাখা হয়েছিল। ধাপে ধাপে পরিষেবা স্বাভাবিক করা হয়।

তবে অনেক বিধিনিষেধ লাগু করা হয়েছিল। কোভিড বিধি মেনে চলার ব্য়াপারে লাগাতার প্রচার করেছে রেল। এখনও সেই কাজ চলছে। করোনা সংক্রমণ রুখতে চাদর-বালিশ পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। তা এবার ফিরতে চলেছে। কারণ দেশে করোনা সংক্রমণের গ্রাফ অনেকটাই কমেছে। প্রায় সব কিছুই স্বাভাবিক হয়েছে। বিমান চলাচলে বিধিনিষেধও উঠতে চলেছে।

আরও পড়ুন: গ্রাহক বন্ধ করলেও চালু থাকে Google Location Sharing? চাঞ্চল্যকর অভিযোগ

আরও পড়ুন: দেশের প্রথম ইলেকট্রিক ক্রুজার বাইক এসে গেল 

 

Advertisement