আলিপুরদুয়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের ওয়ার্ডে করোনা আক্রান্ত অসহায় দরিদ্র এক বৃদ্ধার করুন অবস্থা দেখলো শহরবাসী।
করোনা আক্রান্ত হয়ে হতদরিদ্র, অসহায় ওই বৃদ্ধা দুই দিন বাড়িতেই পড়েছিল।
বুধবার সন্ধ্যা ছটায় সেই খবর পেয়ে আলিপুরদুয়ারের রেড ভলেন্টিয়াররা সেই বৃদ্ধাকে বাড়ি থেকে তুলে প্রথমে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে রেড ভলেন্টিয়াররা অসহায় সেই বৃদ্ধাকে আলিপুরদুয়ার তপসিখাতা কোভিড-১৯ হাসপাতালে ভর্তি করে।
আলিপুরদুয়ার পুরসভার দু নম্বর ওয়ার্ডের নিউটাউন বাজার এলাকায় একটি ছোট্ট ভাঙ্গা ঘরে ভাড়া থাকেন ওই বৃদ্ধা। তাঁর একমাত্র ছেলে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। বর্তমানে তার ছেলে সুকদেব সুত্রধর কেরলে শ্রমিকের কাজে নিযুক্ত।
স্থানীয় সূত্রে যানা গিয়েছে ওই বৃদ্ধার নাম মনিমালা সূত্রধর। বয়স বছর ৭৫। স্থানীয় বাসিন্দা খোকন রায়, সুব্রত রায় জানিয়েছেন আমরা পাশের বাড়িতেই থাকি। তবে ওই বৃদ্ধার এমন করুণ পরিস্থিতির খবর আমরা জানতাম না।
সুব্রত রায় বলেন, সন্ধ্যায় হঠাৎ দেখি রেড ভলেন্টিয়াররা এসে ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। বাড়ির মালিক রতন পাল জানান, ওই বৃদ্ধাকে সাহায্য করার জন্য অনেকের কাছেই আবেদন করেছিলাম। কিন্তু কেউ এগিয়ে আসেননি।
বুধবার সন্ধ্যায় চারজন রেড ভলেন্টিয়ার অ্যাম্বুল্যান্স নিয়ে নিউটাউন বাজারে ওই বৃদ্ধার বাড়িতে পৌঁছয়।
কোভিড-১৯ নিয়ম মেনে পিপিই কিট পড়ে ওই বৃদ্ধাকে স্ট্রেচারে করে ঘর থেকে বেড় করে আনে। এরপর আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে ওই বৃদ্ধা আলিপুরদুয়ার জেলা হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে রয়েছে। রেড ভলেন্টিয়ার বিশ্বনাথ দেব, প্রশান্ত ঘোষ, দুলাল ঘোষ, সুজন মজুমদারের দাবি, করোনা আক্রান্ত মানুষকে উদ্ধার করার মতো লোকবল নেই রাজ্য সরকারের।
তাই আমরা তরুণ সমাজ এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। যখন যাঁর যেমন প্রয়োজন আমরা সাধ্যমতো পরিষেবা দিয়ে যাব।
এই রেড ভলেন্টিয়ারদের দ্বায়িত্বে রয়েছেন আলিপুরদুয়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সিপিএমের অনিন্দ্য ভৌমিক।