উত্তরবঙ্গের মানুষ এবার দুর্গা পূজাতে পেতে চলেছে নতুন উপহার। সব কিছু ঠিকঠাক থাকলেই পুজোর আগেই উত্তরবঙ্গের রাস্তায় ছুটতে দেখা যাবে ইলেকট্রিক বাসকে। জানা গেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম পুজোর আগে উত্তরবঙ্গে ৫০ টি বাস নামাতে চলেছে। এই বাসগুলি চারটি ডিভিশনে দেওয়া হবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "ইলেকট্রিক বাস এলে একদিকে যেমন নিগমের খরচ কমবে তেমনি যাত্রী পরিষেবাতে অনেকটা সহায়ক হবে।"
আরও পড়ুনঃ Most Intelligent Zodiac: বুদ্ধিতে সেরা হন এই দুই রাশির জাতকরা, তুখোড় মেধাবীও হন এঁরা
দুর্গাপুজোর আগেই উত্তরবঙ্গের বিভিন্ন রুটে নামানো হচ্ছে ইলেকট্রিক বাস
রাজ্য পরিবহণের অন্যতম একটি সংস্থা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। বাম আমল থেকেই এই সংস্থা ধুঁকছিল। তবে রাজ্যের ক্ষমতার পালা পরিবর্তন হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমকে ঘুরিয়ে দাঁড় করাতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেন। এর আগেও যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের মাটিতে নামানো হয়েছিল প্রচুর নতুন বাস। এছাড়াও পর্যটকদের কথা মাথায় রেখে বিভিন্ন রুটে বাস চালিয়েছে এই সংস্থা। যার ফলে বর্তমানে নিগম কিছুটা লাভের মুখে দেখছে। আবারও যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে এবং নিগমের খরচ কমিয়ে আয় বাড়াতে তৎপর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। তাই এবার দুর্গাপুজোর আগেই উত্তরবঙ্গের বিভিন্ন রুটে নামানো হচ্ছে ইলেকট্রিক বাস।
১২টি চার্জিং স্টেশন তৈরি হবে
নিগম সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে মোট ৫০ টি বাস রাজ্য পরিবহন দপ্তরের কাছে চেয়েছে নিগম । তবে আপাতত এই বাসগুলিকে নিগমের চারটি ডিভিশনে ভাগ করে ছোট ছোট রুট গুলিতে চালানো হবে। ইতিমধ্যেই বাসগুলিকে চার্জ করার জন্য বিভিন্ন ডিপোর নিয়ন্ত্রণে ১২ টি চার্জিং স্টেশন তৈরি করার পরিকল্পনা নিয়েছে নিগম।
আয় বাড়বে, খরচ কমবে
নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, বর্তমানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের প্রায় ৭৩২ টি বাস প্রতিদিন বিভিন্ন রুটে চলাচল করছে। কিন্তু সংস্থাকে লাভের মুখ দেখাতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে। বর্তমানে একটি বাস চালাতে প্রতি কিলোমিটার সব মিলিয়ে যে খরচ হয় ইলেকট্রিক বাস এলে সেই খরচ অনেকটাই কমবে। এতে নিগমের আয় অনেকটা বাড়বে।