scorecardresearch
 

রোগীদের নিয়ে ব্যবসা নয়, প্রশাসকের চেয়ারে বসেই নার্সিংহোমগুলিকে হুঁশিয়ারি গৌতমের

শিলিগুড়ি পুরনিগমের প্রশাসকের দায়িত্ব হাতে পেতেই নার্সিংহোম গুলিকে কড়া বার্তা গৌতমের। এই অতিমারির সময়ে রোগীদের নিয়ে ব্যবসা করা যাবে না। তাঁদের সহমর্মিতার দৃষ্টিতে দেখতে হবে বলেও হুমকি দেন তিনি।

Advertisement
প্রশাসনিক বোর্ডের বৈঠক নার্সিংহোমগুলির সঙ্গে প্রশাসনিক বোর্ডের বৈঠক নার্সিংহোমগুলির সঙ্গে
হাইলাইটস
  • রোগীর আত্মীয়দের টাকার জন্য চাপ দেওয়া যাবে না
  • বেসরকারি ল্যাব ও শ্মশানে অতিরিক্ত অর্থ নয়
  • সহমর্মিতার দৃষ্টিতে অতিমারি পার করতে হবে

রোগীদের নিয়ে ব্যবসা নয়, হুঁশিয়ারি প্রশাসক গৌতমের

শিলিগুড়ি পুরনিগমের প্রশাসকের দায়িত্ব হাতে পেতেই নার্সিংহোম গুলিকে কড়া বার্তা গৌতমের। এই অতিমারির সময়ে রোগীদের নিয়ে ব্যবসা করা যাবে না। তাঁদের সহমর্মিতার দৃষ্টিতে দেখতে হবে বলেও হুমকি দেন তিনি।

শেষকৃত্যে বিশেষ নজর

অন্যদিকে করোনায় মৃত ব্যক্তিকে দাহ করার ক্ষেত্রে অতিরক্ত টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগে ওঠে শহরে।তা নিয়ে অর্থ পিশাচের মতো আচরণ করা যাবে না, তা নিয়েও কড়া বার্তা দেন গৌতমবাবু।

নার্সিংহোমগুলিকে নিয়ে বৈঠক প্রশাসক গৌতমের

পুর-প্রশাসকের দায়িত্ব নিয়ে শিলিগুড়ির বিভিন্ন নার্সিংহোম কর্তৃপক্ষগুলিকে নিয়ে আলোচনায় বসলেন তিনি। শিলিগুড়ি পুরনিগমের নবনিযুক্ত প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। এদিন বৈঠকে প্রতিটি নার্সিংহোমগুলিকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, অতিরিক্ত বিল কোনও ভাবেই নেওয়া যাবে না। স্বাস্থ্যসাথী কার্ডও যাতে গ্রহণ করা হয় সে বিষয়েও সতর্ক করেন তিনি। 

নার্সিংহোমগুলিকে তথ্য জমা দিতে হবে

এদিন পুর এলাকায় থাকা বেশ কিছু নার্সিংহোম কর্তৃপক্ষ উপস্থিত হননি। পরে ফের তাদের ডাকা হবে বলে জানানো হয়েছে। সেই আলোচনায় পুর নিগমের কমিশনার ছাড়াও প্রশাসকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন আলোচনা শেষে গৌতম দেব বলেন, নার্সিংহোমগুলিকে বলা হয়েছে রোগীদের কাছ থেকে যাতে অতিরিক্ত বিল না নেওয়া হয়, অতিমারির সময়ে রোগীদের ধনে-প্রাণে মারা যাবে না। প্রতিটি নার্সিংহোমে কত বেড আছে। কতো বেড খালি আছে তা জানাতে হবে। তবে যারা এই তথ্য দিচ্ছে না। সেই নার্সিংহোমে গিয়ে তথ্য নেওয়া হবে। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

শ্মশানে শান্তির বাণী

অন্যদিকে শহরে অভিযোগ উঠেছে, বহু জায়গায় করোনায় কারোর মৃত্যু হলে দাহ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে মৃতের পরিবারকে । কারন শশ্মানের কর্মীরা অতিরিক্ত টাকা চাইছেন বলে অভিযোগ। সেকারণে কেউ যাতে এমনভাবে টাকা আদায় না করে না নিয়েও এদিন কড়া বার্তা দেন গৌতম দেব। তিনি বলেন, করোনার এই সময়ে মৃতদেহ দাহ করার জন্য অতিরিক্ত টাকা চেয়ে চাপ দিলে বরদাস্ত করা হবে না।

Advertisement

হুঁশিয়ারি বেসরকারি ল্যাবগুলিকেও

এদিন স্বাস্থসাথী কার্ড সংক্রান্ত বেশকিছু সমস্যার কথা জানায় নার্সিংহোমগুলি। সেই সমস্যা নিয়ে প্রতিটি জেলায় করোনার নোডাল অফিসারদের সঙ্গে কথা বলা হয়েছে বলে জানান গৌতম দেব। এদিনের আলোচনায় করোনা পরীক্ষার জন্যও যাতে বেসরকারি ল্যাব ও নার্সিংহোম অতিরিক্ত টাকা না নেয় সেকথা জানানো হয়েছে। আগামী সপ্তাহে পুরনিগমের তরফে দার্জিলিং, জলপাইগুড়ি জেলাশাসককে নিয়েও আলোচনায় বসা হবে। করোনা সংক্রান্ত বিষয় নিয়ে যাবতীয় আলোচনা হওয়ার কথা রয়েছে।

 

Advertisement