scorecardresearch
 

চাঁচলে মহিলা কলেজ শুরুর প্রস্তুতি রাজ্যের, খুশির হাওয়া এলাকায়

চাঁচলে মহিলা কলেজ নির্মাণে উদ্যোগী হলো রাজ্য সরকার। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে মিলেছে অনুমতি। শুরু হয়েছে প্রস্তুতি। ওই মহিলা কলেজের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনকে ৫ একর জমি দেখতে বলা হয়েছে। ফলে খুশির হাওয়া এলাকায়।

Advertisement
 নীহাররঞ্জন ঘোষ নীহাররঞ্জন ঘোষ
হাইলাইটস
  • জেলায় দ্বিতীয় মহিলা কলেজ
  • আনন্দে উদ্বেল চাঁচলবাসী
  • মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ নীহাররঞ্জনের

চাঁচলে মহিলা কলেজে সম্মতি রাজ্যের

নারী শিক্ষা ব্যবস্থায় অগ্রসর ঘটাতে চাঁচলে মহিলা কলেজ নির্মাণে উদ্যোগী হলো রাজ্য সরকার। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে মিলেছে অনুমতি। শুরু হয়েছে প্রস্তুতি। ওই মহিলা কলেজের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনকে ৫ একর জমি দেখতে বলা হয়েছে।

মহকুমা প্রশাসনের কাছে চিঠিও এসেছে রাজ্য থেকে

প্রশাসনের সূত্র থেকে জানা গিয়েছে,চাঁচল বিধানসভা এলাকার মধ্যেই সরকারি জমির ব্যবস্থা করে তা উচ্চ শিক্ষা দফতরেকে হস্তান্তর করতে হবে। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে চিঠিও দিয়েছে। উল্লেখ্য, এলাকার বাসিন্দারা চাঁচলে মহিলা কলেজ স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন । এলাকার বিধায়ক নীহাররঞ্জন ঘোষ  চাঁচলে মহিলা কলেজ স্থাপনের জন্য রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের কাছে আবেদন জানান। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে চাঁচলে মহিলা কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। জেলা প্রশাসনের কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো ওই বিষয়টিও উল্লেখ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

দাবি পূরণ হওয়ার পথে, খুশি এলাকাবাসী

দীর্ঘদিনের দাবির পূরণ হওয়ায় খুশি চাঁচোল শহরের বাসিন্দারা। চাঁচল কলেজের দ্বিতীয় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী পৃথা মজুমদার জানান, আমরা শুনতে পেরেছি রাজ্য সরকার চাঁচলে মহিলা কলেজ স্থাপন করবেন এটা সত্যি আনন্দের। আমাদের মেয়েদের একটা নিজস্ব কলেজ থাকা দরকার। অবশেষে তা পূরণ হতে চলেছে। যে তো এখনো কলেজ নির্মাণ কাজ শুরু হয়নি সেইজন্য আমরা সেই কলেজে পড়তে পারবোনা। কিন্তু আমাদের আগামী প্রজন্ম চাঁচোল এর মহিলা কলেজে ভর্তি হতে পারবে।

জেলায় দ্বিতীয় মহিলা কলেজ হতে চলেছে

উল্লেখ্য, মালদা জেলায় ইংরেজবাজার শহরের একটি মাত্র মহিলা কলেজ রয়েছে। গৌড়বঙ্গের অন্তর্গত উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে বালুরঘাটে রয়েছে আরও একটি মহিলা কলেজ। ফলে শুধু চাঁচোল নয়, উত্তর দিনাজপুর জেলার বহু মহিলা পড়ুয়ারা মালদা অথবা বালুরঘাটে মহিলা কলেজে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। চাচোল মহকুমা থেকে মালদার ইংরেজবাজার শহরের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার।এর ফলে অনেক মহিলারা ইংরেজবাজার শহরের মহিলা কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা থাকলেও যাতায়াতের সমস্যায় তা হয়ে উঠছে না। চাঁচলে মহিলা কলেজ তৈরি হলে চাচোল মহকুমার  ছয়টি ব্লক তথা - হরিশ্চন্দ্রপুর ১,২, রতুয়া ১,২, চাচোল ১,২ ব্লকের ছাত্রীদের পক্ষে অনেক সুবিধা হবে। 

Advertisement

মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ

চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার ঘোষ জানিয়েছেন,  দীর্ঘদিনের দাবি রয়েছে চাঁচল পুরসভা এবং মহিলা কলেজ তৈরির। সেইমতো দুটি বিষয় নিয়ে আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আবেদন জানিয়ে ছিলাম। আবেদন পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মহিলা কলেজ তৈরির নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো।

 

Advertisement