scorecardresearch
 

উত্তরবঙ্গে করোনায় ফের কমলো মৃত্যুর হার, চব্বিশ ঘন্টায় মৃত ১৩

শনিবার কিছুটা বাড়ার পর ফের কমলো উত্তরবঙ্গে মৃত্যুর সংখ্যা। করোনা সংক্রমণে মৃতের সংখ্যা গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে দাঁড়ালো ১৩। শনিবার সংখ্য়াটা ছিল ২৩। সংক্রমিতের সংখ্যা মোটামুটি গড় ধরে রেখেছে। অন্যদিকে সুস্থতার হারও নিজস্ব গতি বজায় রেখেই চলছে। যা নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্তারা।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • মৃত্যুর হারে ফের হ্রাস, খুশি স্বাস্থ্য মহল
  • আক্রান্ত-সুস্থতা সমতা বজায় রেখেছে
  • ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্ক নয়

ফের ইতিবাচক উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি

শনিবার কিছুটা বাড়ার পর ফের কমলো উত্তরবঙ্গে মৃত্যুর সংখ্যা। করোনা সংক্রমণে মৃতের সংখ্যা গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে দাঁড়ালো ১৩। শনিবার সংখ্য়াটা ছিল ২৩। সংক্রমিতের সংখ্যা মোটামুটি গড় ধরে রেখেছে। অন্যদিকে সুস্থতার হারও নিজস্ব গতি বজায় রেখেই চলছে। যা নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্তারা।

মৃত্যুর খতিয়ান

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদের মধ্যে ৮ জন ভর্তি ছিলেন। বাকি ৫ জন জলপাইগুড়ি জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর অন্য জায়গায় মৃত্যুর কোনও খবর নেই।

আক্রান্তের হিসেব

গত চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে আটটি জেলায় আক্রান্ত হয়েছে ২ হাজার ২১৯ জন। এর মধ্যে ২১৩ জন আলিপুরদুয়ার, ২৫৬ জন কোচবিহার, ৪৯৮ জন দার্জিলিং, ৫৪ জন কালিম্পং, ৬৬২ জন জলপাইগুড়ি, ১৮০ জন উত্তর দিনাজপুর, ১৯২ জন দক্ষিণ দিনাজপুর এবং ১৬৪ জন মালদার বাসিন্দা রয়েছেন। এদিন শুধু শিলিগুড়ি পুরনিগমের ২৬৫ জন সংক্রমিত হয়েছে। এ ছাড়া দার্জিলিংয়ে ১০ জন কার্শিয়াং, মাটিগাড়ায় ১০৫ জন নকশালবাড়িতে ২২ জন সংক্রমিত হয়েছেন।

সুস্থতার হার ভালো

সুস্থতার হারে তারতম্য না হলেও এই হার আশাপ্রদ বলে স্বাস্থ্য দপ্তরের দাবি। উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে ১২৯ জন, ২৫৮ জন কোচবিহার, দার্জিলিংয়ের ৩২৩ জন, কালিম্পং এ, ৭১ জন, জলপাইগুড়িতে ৪৫৬ জন, উত্তর দিনাজপুরে ২৬৩ জন, দক্ষিণ দিনাজপুরে ১৬৭ জন, মালদায় ২৫৭ জন বাসিন্দা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে অভয় চিকিৎসকদের

এদিকে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে ভর্তি রোগীর সোমবার অস্ত্রোপচার হওয়ার কথা। তার চিকিৎসায় সাফল্যের উপর নির্ভর করবে, পরবর্তী চিকিৎসা পদ্ধতি। তবে এর আগেও ব্ল্যাক ফাঙ্গাসের আক্রমণ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাই অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও দাবি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ হাসপাতালের তরফ থেকে।

Advertisement

 

Advertisement