scorecardresearch
 

Leaflets Against Mahua Maitra: নদিয়ায় ছড়িয়ে পড়ল মহুয়া-বিরোধী লিফলেট, বিতর্ক তুঙ্গে

মহুয়া মিত্রের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে প্রচার করে লিফলেট ছড়ানো হল নদিয়া জেলায়। জেলার সর্বত্র এই লিফলেট ছড়িয়ে দিয়েছে কে বা কারা। জেলায় মহুয়া বিরোধীরাই এই কাজ করে থাকতে পারে বলে মনে করছে দলও।

Advertisement
মহুয়া মৈত্র (ফাইল ছবি) মহুয়া মৈত্র (ফাইল ছবি)
হাইলাইটস
  • নদিয়ায় ছড়িয়ে পড়ল মহুয়া-বিরোধী লিফলেট
  • মহুয়ার বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ
  • জেলাজুড়ে বিতর্ক তুঙ্গে, গুরুত্ব দিচ্ছে না দল

মহুয়া মিত্রের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে প্রচার করে লিফলেট ছড়ানো হল নদিয়া জেলায়। জেলার সর্বত্র এই লিফলেট ছড়িয়ে দিয়েছে কে বা কারা। জেলায় মহুয়া বিরোধীরাই এই কাজ করে থাকতে পারে বলে মনে করছে দলও।

কী লেখা রয়েছে লিফলেটে?

লিফলেটে লেখা রয়েছে, সাংসদ স্বজনপোষণ করছেন। নিজের লোকেদের সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন। মহুয়াদেবীর দল বিরোধী কাজের জন্য জেলায় সংগঠন ভেঙে পড়ছে। যদিও এই লিফলেট কে বা কারা ছড়িয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। কেউ দায়ও স্বীকার করেনি। ফলে দলের পাশাপাশি বিরোধীরাও দলের একতা ভাঙতে এই লিফলেট ছড়িয়েছে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে।

সম্প্রতি দুর্নীতি রোধে পদক্ষেপ করেছিলেন মহুয়া

কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র কয়েককদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, কোথাও কোনও দুর্নীতি হলে আমাকে জানান। আমি ব্যবস্থা নেব। দলের নেতৃত্বকেও অভিযোগ জানাতে বলেছিলেন। এই পোস্টের পর থেকেই জেলার নেতারা ক্ষুব্ধ হন বলে দলীয় সূত্রের খবর। মহুয়া তাঁদের এড়িয়ে সরাসরি কেন সোস্যাল মিডিয়ায় সক্রিয় হলেন, তা নিয়ে মনক্ষুণ্ণ হয়েছিলেন তাঁরা। এই লিফলেট ছড়িয়ে পড়ে বিধানসভাতেও।এমনকী বিধানসভায় দলীয় বিধায়ক, মন্ত্রীদের কারও কারও টেবিলে পৌঁছে যায় হলুদ রঙের ওই লিফলেটগুলি। 

এই লিফলেট নিয়ে সরব হয়েছেন মহুয়াও

লিফলেটে ছড়ানোর বিষয় নিয়ে মহুয়া মৈত্র জানিয়েছেন, কারা করেছে জানি না, তবে তারা দলের ক্ষতি করতে চায়। তিনি জানান ‘স্পিকার বিষয়টির নিন্দা করেছেন। এরকম বিষয় নিয়ে প্রচার করার ফাঁদে পা না দিতেও সংবাদমাধ্যমকে স্পিকার বলেছেন বলে জেনেছি।’‌

তৃণমূলের পাল্টা দাবি

তৃণমূল কংগ্রেস কী বলছে?‌ এই লিফলেট নিয়ে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লিফলেট নিয়ে শুনেছি, দেখিনি। তবে এগুলির রাজনীতিতে কোনও গুরুত্ব নেই। কারও কোনও অভিযোগ সত্যিই থাকলে, দলে এসে কথা বলতে পারে। এভাবে লিফলেট ছড়ানোর কোনও মানে নেই।’‌

Advertisement

 

Advertisement