scorecardresearch
 

Paresh Adhikari Ankita Adhikari: স-কন্যা ট্রেন ধরলেন পরেশ, রাত ৮টায় CBI-হাজিরা হল না

Paresh Adhikari Ankita Adhikari: কলকাতার দিকে রওনা হলেন রাজ্য়ের মন্ত্রী, তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী। সঙ্গে রয়েছেন তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী। এসএসসি দুর্নীতিতে মেয়ের নাম জড়িয়েছে। আদালতের নির্দেশে পরেশবাবুকে সিবিআই অফিসে হাজিরা দিতে হবে। মঙ্গলবার রাত আটটার সময় তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল।

Advertisement
পরেশ অধিকারী পরেশ অধিকারী
হাইলাইটস
  • কলকাতার দিকে রওনা হলেন রাজ্য়ের মন্ত্রী, তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী
  • সঙ্গে রয়েছেন তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী
  • এসএসসি দুর্নীতিতে মেয়ের নাম জড়িয়েছে

Paresh Adhikari Ankita Adhikari: কলকাতার দিকে রওনা হলেন রাজ্য়ের মন্ত্রী, তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী। সঙ্গে রয়েছেন তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী। এসএসসি দুর্নীতিতে মেয়ের নাম জড়িয়েছে। আদালতের নির্দেশে পরেশবাবুকে সিবিআই অফিসে হাজিরা দিতে হবে। মঙ্গলবার রাত আটটার সময় তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল।

মেয়েকে নিয়ে রওনা
কলকাতা হাইকোর্ট রাজ্যপাল জগদীপ ধনখড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে অনুরোধ করেছে যাতে মন্ত্রী পদ থেকে পরেশবাবুকে সরিয়ে দেওয়া হয়। এদিন রাত ৮টার সময় সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তিনি তা করতে পারেননি। কারণ সে সময় তিনি উত্তরবঙ্গ থেকে ট্রেন ধরেন কলকাতার উদ্দেশে। তিনি ডিভিশন বেঞ্চে আবেদন করেন কিনা, সেটাই দেখার।

পরেশ জানান
এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এ ব্য়াপারে কিছু জানি না। ওখান থেকে খবরটা এসেছে। আদালত রায় দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে শোনার পর আমরা রওনা হলাম। চাকরির ব্যাপার নিয়ে তারা জানতে চাইছে। আর কিছু জানি না। আমি এখন তো উত্তরবঙ্গে। আইনজীবীর সঙ্গে কথা হয়নি বলে জানিয়েছেন তিনি।

Paresh Adhikari daughter Ankita Adhikari board to train Calcutta High Court CBI

আরও পড়ুন: ব্রণ মামুলি নয়, হতে পারে বড়সড় অসুস্থতার লক্ষণ, কী ধরনের অসুখ?

আরও পড়ুন: এবার গোসাবায় বাঘের পায়ের ছাপ, পৌঁছেছে বন দফতর

আরও পড়ুন: রোজ জমা করুন ৬৭ টাকা, ৫ বছরে আপনার সন্তান লাখপতি

মেয়ের চাকরির প্রসঙ্গে কোনও কথা বলতে চাননি। তিনি আরও জানান, কোর্টের কাগজ না পেলে বলা যাচ্ছে। মেয়ে সঙ্গে যাচ্ছেন। কাগজ না পেলে কিছু বলা যাচ্ছে। অভিযোগ নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি জানান, যা কিছু বলা হচ্ছে তো এক তরফা বলা হচ্ছে। 

Advertisement

এদিন আদালতের নির্দেশের পর মেঘলিগঞ্জে মিছিলে যোগ দেন তিনি। সেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিস, পেট্রোল, ডিজেলের দাম বেড়ে যাওয়ার প্রতিবাদে এক সভার আয়োজন করেছিল তৃণমূল। পরেশবাবু সেখানে অংশ নেন। 

তাঁর মেয়ের বিরুদ্ধে অভিযোগ
পরেশের মেয়ে অঙ্কিতাকে নিয়ম না মেনে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। তাঁকে একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক হিসেবে চাকরি দেওয়া হয়েছে। তিনি মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বিদ্যালয়ে পড়ান। এই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট রাজ্য়ের মন্ত্রী পরেশ অধিকারীকে সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে।

 

Advertisement