Indian Student Killed in Ukraine: মঙ্গলবার ইউক্রেন (Ukraine)-এর খারকিভ (Kharkiv)-এ রুশ হামলায় ভারতীয় ছাত্র নবীন শেখরাপ্পা জ্ঞানাগৌদার (Naveen Shekharappa Gyanagoudar) নিহত হয়েছেন। নবীন কর্নাটকের বাসিন্দা এবং খারকিভ (Kharkiv)-এ ডাক্তারি পড়ছিলেন। নবীন (Naveen Shekharappa Gyanagoudar)-এর বন্ধু জানান, সকালে তিনি বাঙ্কার থেকে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র নিতে বেরিয়েছিলেন। এরপর হামলায় তাঁর মৃত্যু হয়।
নবীনের বন্ধু জানান
নবীন (Naveen Shekharappa Gyanagoudar)-এর বন্ধু শ্রীকান্তও খারকিভে আটকা পড়ে। শ্রীকান্ত ইন্ডিয়া টুডেকে বলেছেন যে তিনি এবং নবীন (Naveen Shekharappa Gyanagoudar) সহপাঠী ছিলেন। তিনি কয়েক দিন ধরে খারকিভের একটি বাঙ্কারে বসবাস করছিলেন। শ্রীকান্তের মতে, নবীন মঙ্গলবার (১ মার্চ) সকালে কিছু জিনিসপত্র আনতে বাঙ্কার থেকে বেরিয়েছিলেন।
শ্রীকান্ত বলেছেন যে খারকিভে বিকেল ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কার্ফু রয়েছে। এই অবস্থায় তিনি সকাল ৬টার পর প্রয়োজনীয় জিনিসপত্র আনতে গিয়েছিলেন। তখন আমরা ঘুমাচ্ছিলাম। শ্রীকান্তের মতে, নবীন বাইরে যাওয়ার সময় তাঁকে কিছু বলেননি।
দোকানটি বাঙ্কার থেকে মাত্র ৫০ মিটার দূরে ছিল
শ্রীকান্ত জানান, নবীন দোকানে গিয়েছিল। দোকানটি বাঙ্কার থেকে ৫০ মিটার দূরে ছিল। এরপর আর ফেরেননি। এরপর তিনি নবীনকে বেশ কয়েকবার ফোন করলেও ফোন ধরেনি।
এরপর তার পরিচিত কয়েকজনের সঙ্গে ফোনে কথা হয়। এরপর নবীনের ফোনে কেউ একজন রুশ ভাষায় কথা বলে। ঠিক কী হয়েছে, তা তিনি জানান। এরপর তার প্রধানও এ খবর নিশ্চিত করেন।
শ্রীকান্ত বলেন, খারকিভে একটানা গুলি চলছে। এমন পরিস্থিতিতে তাঁরা জানেন না বাঙ্কারের বাইরে কী হচ্ছে?
'আধিকারিকদের সঙ্গে যোগাযোগ নেই'
শ্রীকান্ত বলেছেন যে এখনও পর্যন্ত কোনও স্থানীয় কর্মকর্তা তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। শ্রীকান্ত বলেন, এমনকি দূতাবাসও কিছু বলছে না। তারা বলছেন, পশ্চিমাঞ্চলে যাওয়ার চেষ্টা করলেও পরিবহণের কোনও মাধ্যম পাওয়া যাচ্ছে না।
শ্রীকান্তকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতীয় দূতাবাস তাঁর এবং অন্যান্য ছাত্রদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা। এর জবাবে শ্রীকান্ত বলেন, আমাদের বলা হয়েছে আমাদের উদ্ধার করা হবে। কিন্তু কবে হবে জানি না।
২৪ ফেব্রুয়ারি থেকে ক্রমাগত ইউক্রেনের ওপর হামলা চালাচ্ছে রাশিয়া। সেখানকার দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও রুশ সেনাবাহিনীর হামলা অব্যাহত রয়েছে। তাই এখানে আটকে পড়া মানুষের জন্য কষ্টকর হয়ে পড়েছে। অনেক ভারতীয় ছাত্রও এখানে আটকা পড়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ফ্যামিলি ট্রিপে না 'অসুস্থ' স্বামীর, এদিকে বাড়িতে বান্ধবীর সঙ্গে, ধরল CCTV
আরও পড়ুন: দুর্গাপুজোকে ইউনেস্কো-স্বীকৃতি, উদযাপনে বুধবার পদযাত্রা কলকাতায়