সামনেই বকরি ঈদ। তাই নিয়ে এখন তুমুল ব্যস্ততা বাংলাদেশের রাজধানী ঢাকায়। ঈদের জন্য লকডাউনের কড়াকড়িও তুলে নিয়েছে বাংলাদেশ সরকার। তবে এর মধ্যেই আজকাল সোশ্যাল মিডিয়ার শিরোনামে রয়েছে একটি গরু। যাকে দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ছে।
রাজধানী ঢাকা থেকে ৩০ কিলোমিটার দূরে চারিগ্রামে ‘শিকোর এগ্রো ফার্ম’–এর একটি খামার রয়েছে। সেখানেই বাস ২৩ মাসের 'রানি'র। না রানি কোনও মানুষ নয়, সে একটি খর্বাকৃতির গরু।
রানির উচ্চতা মাত্র ৬৬ সেন্টিমিটার বা ২০ ইঞ্চি। গায়ের রং ধবধবে সাদা। এর ওজন মাত্র ২৮ কিলোগ্রাম।
স্থানীয়দের কথায়, এমন গরু তাঁরা আগে দেখেননি।
রানির মালিকের দাবি যে এটি বিশ্বের সবচেয়ে ছোট গরু। তিনি বলেন যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে সরকারিভাবে রেকর্ড করা সবচেয়ে ছোট গরুর চেয়ে তার গরুটি চার ইঞ্চি ছোট। তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও দাবি করা হয়নি।
রানি আসলে "বক্সার ভূট্টি" প্রজাতির গরু। শিকড় অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপক এম এ হাসান হাওলাদার জানান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ আগামী তিন মাসের ভেতর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সিদ্ধান্ত জানাবে।
তিনি আরও জানান, বামন এই গরু জেনেটিক প্রজননের ফলাফল। রানির আর বেড়ে উঠার সম্ভাবনাও নেই।