গত বছর ২০ অক্টোবর ইউটিউবে মুক্তি পেয়েছিল চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওনের গাওয়া ‘সর্বত মঙ্গল রাধে’ গানটি। ওপার বাংলার গাওয়া দুই শিল্পীর কন্ঠে এই গান আলোড়ন ফেলে দিয়েছিল এপার বাংলাতেও। ইউটিউবে প্রকাশিত হওয়ার পর যা মুহূর্তের মধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়। গানটি ফেসবুক ও ইউটিউবে মুক্তির পর থেকে শ্রোতা-দর্শকদের প্রশংসায় ভাসতে থাকেন শাওন-চঞ্চল।
সেই সময়ে ফেসবুক খুললেই টাইমলাইনে আসতে দেখা যেত স্টেজে বসে বেশ আয়োজন করে গাইছেন মেহের আফরোজ শাওন ও চঞ্চল চৌধুরী। তাদের সাথে কোরাসও মেলাচ্ছে একটি দল। তখন গানটি শুনতে হুমড়ি খেয়ে ভিড় করেছিলেন নেটিজেনরা। দুইজনেরই কণ্ঠে মুগ্ধ ছিলেন দর্শকরা।
যদিও পরে গানটিক কপিরাইট ইস্যুকে কেন্দ্র করে কিছু বিতর্ক তৈরি হয়েছিল। চঞ্চল-শাওন গাইলেও গানটির মালিকানা দাবি করে সরলপুর নামের একটি ব্যান্ড। তাদের দাবি ছিল , এটি তাদের মৌলিক গান। তবে, আইপিডিসি আমাদের গান দাবি করে, গানটি বহু বছরের পুরনো। কপিরাইটস অফিসে তার প্রমাণও দেন তারা।
সেই বিতর্ক পেছনে ফেলে ফের একসঙ্গে গান গাইলেন বাংলাদেশের দুই প্রখ্যাত শিল্পী চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। অভিনয়ের পাশাপাশি সঙ্গীত জগতেও যারা চর্চিত।
এবার এই জুটি একসঙ্গে গাইলেন হাছন রাজার কালজয়ী গান 'নিশা লাগিলোরে'। আইপিডিসি আয়োজিত সংগীত আসর 'আমাদের গান'-এর দ্বিতীয় সিজনের জন্য গানটি রেকর্ড করা হয়েছে বলে সম্প্রতি জানানো হয়েছে। গত বারের মতো এই গানটির সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া।
সামনেই ঈদ, সেই উপলক্ষ্যে ‘আমাদের গান’-এর দ্বিতীয় সিজনের আয়োজন, আইপিডিসির নিজস্ব চ্যানেলে দর্শকরা এটি দেখতে পাবেন।
গান রেকর্ড প্রসঙ্গে চঞ্চল চৌধুরী জানিয়েছেন, "পেশাদার শিল্পী নই, ভালোলাগা থেকেই গান করি। 'সর্বত মঙ্গল রাধে' গানের পর 'নিশা লাগিলোরে' গানটি গাওয়ার পেছনে একটাই উদ্দেশ্য, আমাদের ঐতিহ্য এবং শেকড়কে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়া। এর বেশি প্রত্যাশা কখনোই ছিল না। এখন তাই গান শোনার পর শ্রোতা বিচার করবেন কেমন গেয়েছি।"
অন্যদিকে মেহের আফরোজ শাওন বলেন, "আইপিডিসি আমাদের লোক গান সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় 'আমাদের গান' অনুষ্ঠানের জন্য নতুনভাবে হাছন রাজার 'নিশা লাগিলোরে' গানটি রেকর্ড করা হয়েছে। এর আগে শ্রোতা নারী ও পুরুষ কণ্ঠে বিভিন্ন সময় গানটি শুনেছেন। এবার দ্বৈত কণ্ঠে শোনার সুযোগ পাবেন। পার্থ বড়ুয়ার ভিন্ন আঙ্গিকের সংগীতায়োজনের এই গানটি শ্রোতাকে মুদ্ধ করবে বলেই আমার ধারণা।"
গানের পাশাপাশি বাংলাদেশের অভিনয় জগতেও যথেষ্ট পরিচিত নাম চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন।
দু'জনেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা।