Advertisement

বাংলাদেশ

আর পাতে উঠবে না ইলিশ? মাছ বিক্রিতে জারি হচ্ছে নিষেধাজ্ঞা

Aajtak Bangla
  • ঢাকা,
  • 20 Aug 2021,
  • Updated 5:22 PM IST
  • 1/8

মরসুমে ইলিশ বাজারে বিকোচ্ছে চড়া দামে। বাংলাদেশ থেকে কলকাতার বাজার, ইলিশের জন্য হন্যে হয়ে ঘুরছেন আম বাঙালি। কিন্তু এবার ইলিশ নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার। (সব ছবি- সৌজন্যে চাঁদপুর ইলিশ)
 

  • 2/8

অক্টোবর ও নভেম্বর মাস সাধারণত ইলিশের প্রজননের সময় হিসাবে ধরা হয়। ফলে এই দুটো মাসে ইলিশ বিক্রি ও কেনাবেচার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

  • 3/8

১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ বিক্রির ও ধরার উপর নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের বিভিন্ন সাংবাদমাধ্যমে এমনই খবর জানানো হয়েছে

  • 4/8

এই নিষেধাজ্ঞার ফলে ইলিশ বিপণন, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় এবং মজুদও নিষিদ্ধ থাকবে। ফলে ওই কয়েকদিন সম্ভবত পাতে ইলিশ তুলতে পারবেন না কেউই।

  • 5/8

জানা গিয়েছে, এই নিষেধজ্ঞা ২০১৭ সাল থেকেই বাংলাদেশে জারি করা হয়। তার আগে এই নিষেধাজ্ঞার মেয়াদ কম ছিল। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১১ দিন এবং ২০১৫ সালে এই নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ১৫ দিন। এখন তা বেড়ে গিয়েছে। 
 

  • 6/8

নিয়ম ভঙ্গ করলে কড়া শাস্তি হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সরকারের তরফে।  সেক্ষেত্রে জেল ও জরিমানা সবই থাকছে।

  • 7/8

জানানো হয়েছে, আইন ভঙ্গকারীদের কমপক্ষে ১ বছর থেকে ২ বছর সশ্রম কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

  • 8/8

বৃহস্পতিবার বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ দফতরের জনসংযোগ আধিকারিক মহঃ ইফতেখার হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 

Advertisement
Advertisement