বাংলাদেশি অভিনেতা হিরো আলমকে (Hero Alom) কে না চেনে! নিজের লুকস ও অভিনয় দক্ষতার জন্য কিছুটা সমালোচনা এবং ট্রোলের জন্যই বিখ্যাত হয়ে উঠেছেন তিনি।
কিন্তু হিরো আলমকে নিয়ে যতই ট্রোল হোক না কেন, তাঁকে উপেক্ষা করার ক্ষমতা কারোর নেই। নিজের দক্ষতাতেই নেটদুনিয়ায় জায়গা করে নিয়েছেন হিরো আলম।
কিছুদিন আগে সুখবর দিয়েছিলেন হিরো আলম। জানিয়েছিলেন তাঁর ফেসবুক পেজটি এখন ভেরিফায়েড। অর্থাৎ পেজে তাঁর নামের পাশে ব্লু টিক পড়ে গিয়েছে।
সম্প্রতি আবারো চর্চায় নাম উঠে এসেছে বাংলাদেশি এই অভিনেতা। বেশ কিছুদিন ধরে নেটমাধ্যমে শোনা যাচ্ছিল হিরো আলম ও তাঁর স্ত্রী নুসরত জাহান সুমির (Nusrat Jahan Sumi) মধ্যে বিবাদ চরমে উঠেছে। কিছু ইউটিউব চ্যানেলে দাবি করা হয়েছিল, হিরো আলমকে ছেড়ে নুসরত চিকন আলির সঙ্গে পালিয়ে গিয়েছেন। যদিও এই বিচ্ছেদের খবর সম্পূর্ণ ভুয়ো বলেই দাবি হিরো আলমের। ওপার বাংলার অভিনেতা দাবি করেন, "নুসরত আমার সঙ্গে সুখে ঘর করছে।"
প্রসঙ্গত, স্ত্রী ও দুই সন্তান রেখে গোপনে দ্বিতীয় বিয়ে করে ঢাকায় সংসার পেতেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম, এমন অভিযোগ করেছিলেন তাঁর প্রথম স্ত্রী সাদিয়া বেগম সুমি। এ নিয়ে মামলা-ঝামেলাও কম হয়নি। এমনকি হিরো আলমকে জেলেও যেতে হয়েছিল।
এরপর প্রকাশ্যে আসে তার দ্বিতীয় বিয়ের কথা। জানা যায়, মডেল-অভিনেত্রী নুসরাত জাহানকে বিয়ে করেন তিনি। এবার কথা রটেছে, তার দ্বিতীয় স্ত্রীও নাকি চলে গেছে। এ প্রসঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসও দিয়েছেন হিরো আলম। সঙ্গে প্রকাশ করেছেন একটি ছবিও। হিরো আলম লিখেছিলেন, ‘কিছু ভুয়া পেজ ও ইউটিউব আছে, যাদের খেয়ে কোনো কাজ নেই, বাজে কিছু গুজব রটাচ্ছে। আমার স্ত্রী নুসরাত নাকি আমাকে ছেড়ে চিকন আলীর সঙ্গে পালিয়ে গেছে! এটি সম্পূর্ণ মিথ্যা। কেউ গুজবে কান দেবেন না।’
তবে সব বিতর্ক ভুলে ফের স্বমহিমায় হিরো আলম। ঈদ উপলক্ষে ফের গান গাইতে দেখা গেল হিরো আমলমকে। নিজের ফেসবুকে সেই গান লোডও করেন তিনি।
এখানেই থেমে থাকেননি তিনি। ইউ টিভবে নতুন একটা গান পোস্ট করেছেন আলম। হিরোর গাওয়া সেই গান 'বুকের ভেতর আছে প্রাণ' ইতিমধ্যে এক লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন।
প্রসঙ্গত, হিরো আলমের ইউটিউবে প্রকাশ 'বাবু খাইছো' গানের হাত ধরে। গানটি বিপুল জনপ্রিয় হয়। ঠাট্টা, সমালোচনা করলেও হিরো আলমকে এড়িয়ে যেতে পারেননি নেটিজেনরা। এরপর একাধিক গানের ভিডিও প্রকাশ করেছেন তিনি।
জানা যাচ্ছে এবার গান গাওয়ার পাশাপাশি নিজের ছবিও বানাচ্ছেন হিরো আলম। তবে লুকিয়ে চুরিয়ে নাকি চলছে শ্যুটিং-এর কাজ। কেন এই লুকোচুরি খেলা? হিরোর কথায়,তিনি কিছু ভালো কাজ করতে গেলেই মানুষ তাঁকে ব্যঙ্গ বিদ্রুপ করে। তাঁর সব কাজে বাধা দিতে চান। আর তাই লোকজন যাতে তাঁর কাজের কথা জানতে না পারে সেই জন্য ইউনিটে প্রত্যেককে বলা হয়েছে, ছবির কথা যেন কোনওভাবেই বাইরে না ফাঁস হয়।
হিরো আলম জানান, একটি মানবিক গল্প নিয়ে ছবিটি তৈরি করছেন তিনি। ছবির প্রযোজকও তিনি নিজেই। তবে বাজেট নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। আলম জানান, এই প্রসঙ্গে কোনও মন্তব্য করলেই ট্রোল হতে পারেন তিনি। তাঁর দাবি, ছবিতে তিনি ভালো অভিনয় করে মন জয় করতে চান দর্শকদের। যাতে কোনও ভাবেই কেউ তাঁকে ট্রোল করতে না পারে।