ছোট পর্দার জনপ্রিয় সিরিয়াল মিঠাইয়ের নায়ক আদৃত রায়কে নিয়ে টলিপাড়ায় কম গুঞ্জন নেই। আগামী নভেম্বরে তিনি নাকি বিয়ে করছেন তাঁর ১০ বছরের প্রেমিকাকে। এ দিকে দিতিপ্রিয়া রায়ের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল। তবে জানেন কি কেরিয়ারের একেবারে শুরুতে আদৃতর নাম জড়িয়েছিল একা বাংলাদেশি কন্যার সঙ্গে।
রাজ চক্রবর্তীর প্রযোজনাতেই বাংলা সিনেমার নায়ক হিসেবে সফর শুরু করেছিলেন আদৃত রায় । ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ইন্দো-বাংলাদেশি ছবি ‘নূর জাহান’। সেই ছবিতে আদৃতর বিপরীতে অভিনয় করেছিলেন বাংলাদেশের নায়িকা পূজা চেরি। এরপর বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ‘প্রেম আমার ২’ ছবিতেও দেখা গিয়েছিল দু'জনকে।
সেই সময়ে পূজা আর আদৃতর প্রেম নিয়ে সংবাদমাধ্যমে চলছিল জোর গুঞ্জন। ‘নূর জাহান’ ছবির সেটেই তাঁদের বন্ধুত্ব গাঢ় হয়েছিল। পূজা কিন্তু বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী।
সেই ছোট্টবেলাতেই একটি ওয়াশিংপাউডারের বিজ্ঞাপনের মডেল হয়ে দর্শকের নজর কেড়েছিলেন পূজা চেরী। জাজ মাল্টিমিডিয়ার প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম বড় পর্দায় আসেন পূজা। এরপর ‘তবুও ভালোবাসি’, ‘ভালোবাসতে মন লাগে’, ‘অগ্নি’, কৃষ্ণপক্ষ’ ও ‘বাদশা দ্য ডন’ ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন।
চোখের পলকেই ছোট্ট পূজা বড় হয়ে যান। ‘নূরজাহান’ ছবি দিয়ে তার নায়িকা হিসেবে অভিষেক ঘটে।
তবে নায়িকা পূজার উত্থান ‘পোড়ামন-২’ ছবি দিয়ে। এই ছবিটি পূজাকে রাতারাতি আলোচনায় নিয়ে আসে। সেই যাত্রাকে রঙিন করে পথ চলছেন এই তরুণী।
এবার বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে পূজাকে। পরিচালক এস এ হক অলীক ও প্রযোজক খোরশেদ আলমের ‘গলুই’ ছবিতে দেখা যাবে তাঁদের।
পূজার জন্ম ২০০০ সালের ২০ অগাস্ট খুলনার গাজিরাহাটে।
সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলের পর ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে নিজের শিক্ষা শেষ করেন পূজা।
ঢালিউডের তরুণ তারকা বলা যায় পূজাকে। খুব কম বয়সেই পুরোদস্তুর নায়িকা হয়ে উঠেছেন তিনি। দর্শকদের কাছ থেকেও কুড়াচ্ছেন সুনাম। পূজা বিজ্ঞাপন, সিনেমার পর ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।