Advertisement

বাংলাদেশ

Tasnuva Tisha: আবারো বিয়ের পিঁড়িতে, ২ ফেব্রুয়ারি প্রিন্সের গলায় মালা দেবেন তিশা

Aajtak Bangla
Aajtak Bangla
  • ঢাকা,
  • 17 Jan 2022,
  • Updated 10:30 PM IST
  • 1/8

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। সামনেই বিয়ের সানাই বাজতে চলেছে এই অভিনেত্রীর। গত শনিবার ঢাকায় অভিনেত্রীর বনশ্রীর বাড়িতে  তাসনুভা ও তার হবু বরের পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়েছে।

  • 2/8

এক বছর প্রেম করে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন  তাসনুভা তিশা। তাঁর বহু বরের নাম  সৈয়দ প্রিন্স আসকার। বিয়ে হবে ২ ফেব্রুয়ারি। আসকার  হাই ভোল্টেজ নামে একটি এজেন্সিতে কর্মরত।
 

  • 3/8

বাংলাদেশ সংবাদমাধ্যমগুলির দাবি, অফিসিয়ালি এটি তাসনুভা তিশার দ্বিতীয় বিয়ে আর প্রিন্স আসকারের প্রথম।

  • 4/8

২০২০ সালের ডিসেম্বরে সৈয়দ প্রিন্স আসকারের সঙ্গে পরিচয় হয় তাসনুভা তিশার। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়।
 

  • 5/8

ফেসবুকে আংটি পরানোর ছবি পোস্ট করেন তিশা।

  • 6/8

এর আগেও বিয়ে করেছেন তাসনুভা তিশা। শোনা যায়, তিনি আগে দুটি বিয়ে করেছেন। তবে একটির ব্যাপারে খুব একটা তথ্য পাওয়া যায় না। 

  • 7/8

 এর আগে ২০১৪ সালে তিনি ভালোবেসে বিয়ে করেন ফারজানুল হককে। ৪ বছরের মাথায় তিশার সেই সংসার ভেঙে যায়। ওই সংসারে  তিশার এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।

  • 8/8


‘আগস্ট ফর্টিন’ ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন তাসনুভা তিশা। এরপর একের পর কাজ করে পরিচিতি পান তিনি। বড়পর্দায় কাজের মধ্যে সর্বশেষ তাঁকে দেখা গেছে ‘নেটওয়ার্কের বাইরে’ সিনেমায়।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement